ঢাকা, ৩ মে ২০২৫, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

প্রিমিয়ার লীগ দেখে উচ্ছ্বসিত নির্বাচকরা পাইপলাইন শক্ত হওয়ার আশা

স্পোর্টস রিপোর্টার
৩ মে ২০২৫, শনিবার
mzamin

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাইপলাইনে মূলত খেলোয়াড় উঠে আসে ঢাকা প্রিমিয়ার লীগ, জাতীয় ক্রিকেট লীগ থেকেই। এবারের প্রিমিয়ার লীগ শেষ হয়েছে গত মঙ্গলবার। যেখানে শেষ ম্যাচ পরিণত হয় অঘোষিত ফাইনালে! আর সেখানে মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জেতে আবাহনী লিমিটেড। এবারের লীগে ব্যক্তিগত পারফরম্যান্সে তরুণ থেকে অভিজ্ঞ, বেশ কয়েকজন ক্রিকেটার নিজেকে ছাড়িয়ে গেছেন। সবমিলিয়ে জাতীয় দলের নির্বাচকরা এবারের প্রিমিয়ার লীগ দেখে দারুণ উচ্ছ্বসিত। তাদের আশা জাতীয় দলের পাইপলাইনে দ্রুত দারুণ কিছু ক্রিকেটার যোগ হবেন এখান থেকে।

ঢাকা প্রিমিয়ার লীগের এবারের মৌসুমে ৮৪ ম্যাচে রান হয়েছে ৩৬৪২১। যার মধ্য ৪৯ শতাংশ রান এসেছে বাউন্ডারি থেকে। ৯৯১ ছক্কা আর চার হয়েছে ২৯৮৮টি। শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পনেরো থেকে তরুণ আর অভিজ্ঞরা যেন পাল্লা দিয়েছেন। ৮৭৪ রান করে সবার শীর্ষে এনামুল হক বিজয়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই অধিনায়ক শেষ দুই ম্যাচ তো খেলতেই পারেননি, যোগ দেন জাতীয় দলের টেস্ট দলে। ৭৯৮ রান করা পারভেজ হোসেন ইমন তো গেল চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে ছিলেন। ম্যাচ না খেললেও জাতীয় দলের পরিকল্পনাতেই আছেন তিনি। ৬১৮ রান করা নাঈম শেখ আবারো কড়া নাড়ছেন জাতীয় দলের দরজায়। ৫১২ রান করা মাহফিজুল রাব্বি তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং দলে ডাক পেয়েছেন। একই দলে ডাক পাওয়া রায়ান রাফসান করেছেন ব্যাট হাতে ৪৮৩ রান। ৩০ উইকেট নিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলাম। 

আর মোসাদ্দেক হোসেন সৈকত যেন নিজেকে পুনরুজ্জীবিত করলেন আবার। ৩০ উইকেটের সঙ্গে ৪৮৭ রান, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। চলতি মাসেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আর একই সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হবে ইমার্জিং দল। একই সময়ে জাতীয় দল সফর করবে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান। জাতীয় দল বাইরে থাকলেও সহজেই ইমার্জিং ও ‘এ’ দল সাজিয়েছেন নির্বাচকরা। এ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই নির্বাচকদের। নাম না বলতে চাইলেও এক নির্বাচক বললেন, ‘এবারের লীগ নিয়ে আমরা দারুণ খুশি। বেশ কয়েকজন ক্রিকেটারকে পেয়েছি তারা ঠিক তেমন, যেমন ধরনের ক্রিকেটার আমরা খুঁজছিলাম। আসলে তাদের নাম এভাবে বলা ঠিক হবে না। তবে আমরা তাদের রাডারে যুক্ত করবো। একদম সবাইকে যে পারবো সেটা নয় তবে বেশির ভাগকে প্রসেসে আনতে চেষ্টা করবো। সেক্ষেত্রে ইমার্জিং আর এইচপি দিয়েই শুরু করতে হবে। সে লক্ষ্যেই দেখবেন এবার লীগের কয়েকজন তরুণ পারফরমারকে ইমার্জিং দলে নেয়া হয়েছে। তুলনামূলক অভিজ্ঞদের রাখা হয়েছে ‘এ’ দলে।’ 

একসঙ্গে তিন দল সাজানোর ক্ষেত্রে ওই নির্বাচক বলেন, ‘এটা খুবই স্বস্তির! এর আগে এগুলো করতে গিয়ে খুবই বেগ পেতে হতো। এবার কাজটা সহজে হয়েছে এবং সত্যি বলতে আমরা আনন্দ নিয়েই করেছি। একটা দেশের ক্রিকেট সামনে এগোতে গেলে জাতীয় দলের রাডারের বাইরেও আরেকটা রাডার থাকা দরকার আর সেখানে পর্যাপ্ত খেলোয়াড় থাকা দরকার। আমরা আশা করছি পাইপলাইন নিয়ে আমাদের যে সমস্যাগুলো ছিল সেটা আর থাকবে না। বেশ কিছু প্রমিজিং খেলোয়াড় আছে এবার ইমার্জিং দলে। তাদের নিয়ে আমরা খুবই আশাবাদী।’

ইমার্জিং দলে থাকা ওয়াসি সিদ্দিকীকে নিয়ে এখন সর্বত্র আলোচনা। বাংলাদেশ ক্রিকেটে একটা লেগ স্পিনারের আক্ষেপ অনেকদিনের। রিশাদ হোসেন সেখানে পথ দেখাচ্ছেন, সেই পথে এবার নতুন পথিক হতে পারেন ওয়াসি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে প্রথম ছয় ম্যাচে ওয়াসির উইকেট ছিল মোটে তিনটি। এক ম্যাচেই পেয়েছিলেন সেই তিন উইকেট। পরের ছয় ম্যাচে তার শিকার ১৬টি! এরমধ্যে এক ম্যাচেই নিয়েছেন ছয় উইকেট। সুপার লীগে চার উইকেট শিকার করেন আবাহনী লিমিটেডের বিপক্ষে। ওয়াসির ব্যাটের হাতও মন্দ নয়। ছয় ইনিংস খেলে রান করেছেন ১৪৫। যুব ক্রিকেটে নজর কাড়ার পর এবারের প্রিমিয়ার লীগে পারফর্ম করা মাহফিজুল ইসলাম, রায়ান রাফসান রহমান, শেখ পারভেজ জীবন, আগ্রাসী ব্যাটিং অলরাউন্ডার জিসান আলম, প্রতিভাবান ব্যাটসম্যান আরিফুল ইসলাম আছেন ইমার্জিং দলে। সবমিলিয়ে এবার হয়তো পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার না থাকার আক্ষেপ কমবে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status