কলকাতা কথকতা
নেতৃত্ব নিয়ে দেশে ফিরে কথা হবে, এখন ইংল্যান্ড ম্যাচের দিকে পাখির চোখ : বাবর আজম
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১১ মাস আগে) ১০ নভেম্বর ২০২৩, শুক্রবার, ১১:১৪ অপরাহ্ন
আমার নেতৃত্ব নিয়ে আলোচনা করার জন্য ঢের সময় পাওয়া যাবে। দেশে ফিরে এই ব্যাপারে কাটাছেড়া করা যাবে। আমাদের পাখির চোখ এখন শনিবার ইডেন গার্ডেন্স এ ইংল্যান্ড এর বিরুদ্ধে ম্যাচটি। বাবর আজম অবশ্য সাফ জানালেন যে, নেতৃত্বের জন্য দল খারাপ খেলেছে এমনটা মোটেই নয়। দীর্ঘদিন পর ভারত সফর! ভারতের আবহাওয়া -পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে দলটি সমস্যায় পড়েছিল। বাবর বলেন, ভারত নিজেদের মাঠে খুব ভালো খেলছে। শনিবার ইংল্যান্ড ম্যাচের অসম্ভব টার্গেটের কথা তারা জানেন। ধরেই নিচ্ছেন বিশ্বকাপের সেমিফাইনাল খেলার আশা শেষ। তবু, একটা স্ট্রাটেজি নিয়েছেন। তিনি বলেন ফকর জামানের ওপর অনেককিছু নির্ভর করছে। শনিবার ফকর জামানকে বড় ইনিংস খেলতেই হবে। তবে, সেমিফাইনাল যাওয়ার আশা ছেড়ে দিয়েই পাকিস্তান নামছে। শেষ লগ্নে ইংল্যান্ডকে হারিয়ে একটা টুর্নামেন্ট ভালোভাবে শেষ করাই তাদের লক্ষ্য।