কলকাতা কথকতা
১১ বছরের কিশোর আদালতে দাঁড়িয়ে বলল- ‘আমি খুন হইনি’
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১১ নভেম্বর ২০২৩, শনিবার, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৬ অপরাহ্ন
ভারতীয় সুপ্রিম কোর্টে এমন একটি ঘটনা ঘটলো যা সিনেমাকেও হার মানায়। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে একটি খুনের মামলা চলছিল। অভিযোগকারী একজন পিতা। যিনি সন্তানের খুনের জন্য শ্বশুর ও তার চার ছেলের বিরুদ্ধে অভিযোগ আনেন। ডিভিশন বেঞ্চের বিচারপতিরা যখন এই খুনের মামলার রায় দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তখনই ঘটে নাটকীয় ঘটনা। পিলভিটের ১১ বছরের এক কিশোরের আবির্ভাব হলো সুপ্রিম কোর্টে। জানালো সে খুন হয়নি। অভিযোগকারী পিতার বিরুদ্ধে 'খুন হয়ে যাওয়া' পুত্রের অভিযোগ- মিথ্যা খুনের মামলা আনা হয়েছে তার দাদামশাই এবং চার মামার বিরুদ্ধে। বাবার বিরুদ্ধে এই মিথ্যা মামলা আনার অভিযোগ করে কিশোরটি আদালতকে এটাও জানায় যে তার মাকে বাবা অনেক পেটাতেন। যার কারণে মায়ের মৃত্যু হয়েছে। তারপর থেকে সে দাদামশাই এর বাড়িতে থাকতো। বাবা তার কাস্টডি চেয়ে মামলা করেন। এরপর খুনের অভিযোগে মামলা করেন। কিশোরটি বললো- আমি খুন হইনি তবু খুনের মামলা! বিচারকরা অভিযোগকারী বাবাকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন। পিলভিট এর যে থানা খুনের অভিযোগ নিয়েছিল তাদেরও তলব করেছে সুপ্রিম কোর্ট। জানুয়ারিতে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।