কলকাতা কথকতা
পশ্চিমবঙ্গের নাম ’বাংলা’ করার দাবি সংসদে উত্থাপন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ সপ্তাহ আগে) ৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫২ অপরাহ্ন
পশ্চিমবঙ্গের নাম ’বাংলা’ করার দাবিতে সংসদে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জিরো আওয়ারে এই দাবিতে সোচ্চার হন তৃণমূল কংগ্রেসের সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে 'বাংলা' করার দাবি উত্থাপন করে বলেন, এটি রাজ্যের ইতিহাস ও সংস্কৃতির স্বাক্ষর বহন করে।
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি অনেকবার তোলা হয়েছে। অনেক বার প্রস্তাবও পাশ হয়েছে বিধানসভায়। সর্বশেষ অনেক বিতর্কের পরে ২০১৮ সালের জুলাইয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব পাশ করা হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমোদন না মেলায় নাম এখনও পরিবর্তন করা হয়নি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নাম পরিবর্তনের প্রস্তাব গ্রহন করার দাবি জানিয়ে লেখেন, পুনরায় নামকরণ আমাদের রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং আমাদের জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। ভারতে অতীতে বহুবার রাজ্যের ও শহরের নাম পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ উড়িষ্যার নাম পরিবর্তন করে ওড়িশা করা হয়েছে। অথচ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্য সরকারের প্রস্তাবকে অনুমোদন না দিয়ে সাত বছর ধরে ফেলে রাখা হয়েছে।
এদিন সংসদে ঋতব্রত বলেন, ১৯৪৭ সালে ভারত ভাগের ফলে ভারতীয় অংশের নাম হয়েছিল পশ্চিমবঙ্গ আর অন্য অংশ হয়েছিল পূর্ব পাকিস্তান। এখন পূর্ব পাকিস্তান বিলুপ্ত হয়ে বাংলাদেশ হয়েছে। তাই আমাদের নাম পরিবর্তন এখন জরুরি। অবশ্য একসময়ে এই নাম পরিবর্তন নিয়ে বাংলাদেশ থেকে আপত্তির সুর শোনা গিয়েছিল।
পাঠকের মতামত
দুই বাংলা এক হোক - ঢাকা রাজধানী হোক.....
পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব পাশ করা হলে হয়ে বাংলাদেশের নাম বিলুপ্ত করে পূর্ব পাকিস্তান করা হলে তা হবে উপযুক্ত।ভুল বুঝাবুঝির কারণে তো বাংলাদেশ হয়েছে।এখন শুদ্ধ করার সুযোগ হয়েছে।
যেই লাউ সেই কদু !!