কলকাতা কথকতা
কলকাতার কলেজে ছাত্রী ধর্ষণ ঘটনার পুন:তদন্ত, ডিএনএ পরীক্ষা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ দিন আগে) ২৯ জুন ২০২৫, রবিবার, ৮:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন
দক্ষিণ কলকাতার এক আইন কলেজের মধ্যে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার পুনর্নির্মাণ করেছে কলকাতা পুলিশ। এছাড়া ডিএনএ পরীক্ষার জন্য নির্যাতিতা ও অভিযুক্তদের নমুনা সংগ্রহ করা হয়েছে। কলকাতা পুলিশ বিশেষ তদন্ত টিম গঠন করেছে। টিমে আগে ৫ জনকে রাখা হলেও রবিবার তা বাড়িয়ে ৯ জন করা হয়েছে।
দক্ষিণ কলকাতার আইন কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৪ জন। রবিবার জাতীয় মহিলা কমিশন ঘটনাস্থল পরিদর্শন করেন। কমিশনের সদস্য ড. অর্চনা মজূমদার সাংবাদিকদের বলেন, কিছু লুকানোর চেষ্টা হচ্ছে বলে তার মনে হয়েছে। তিনি অভিযোগ করেন, পূলিশ কমিশনের সঙ্গে সহযোগিতা করেনি। নির্যাতিতার পিতা মাতা কমিশনের কাছে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন।
এদিকে, ছাত্রী ধর্ষণের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক মদন মিত্র এবং এক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অমার্জিত ও অনভিপ্রেত মন্তব্য করা নিয়ে তৃণমূল কংগ্রেসে প্রবল অস্বস্তি তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহূয়া মৈত্র দলের দুই জনপ্রতিনিধিকে নারীবিদ্বেষী বলে তীব্র সমালোচনা করেছেন। তৃণমূল কংগ্রেস এই সব মন্তব্য নিয়ে দূরত্ব তৈরি করে দিয়েছে, ওই মন্তব্য ‘ব্যক্তিগত’। আদৌ তা দলের অবস্থান নয়।