ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

কলকাতা কথকতা

৮ মে থেকে আমরণ অনশনের পথে পশ্চিমবঙ্গের চাকরিহারা শিক্ষকেরা

কলকাতা প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ১:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩৫ অপরাহ্ন

mzamin

আশঙ্কার মেঘ সরছে না চাকরিহারাদের মন থেকে। ফলে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন পশ্চিমবঙ্গের চাকরিহারা শিক্ষকেরা। ৮ মের মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনের পথে হাঁটতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। রবিবার তারা ঘোষণা দিলেন যে, স্কুলে তারা ফিরছেন না। তাদের বক্তব্য— ‘বিনা দোষে চাকরি হারিয়েছি। এখন আর ‘মাথা নিচু করে’ স্কুলে যেতে চাই না। নিজেদের হকের চাকরি ফিরে পেয়ে সসম্মানে ক্লাসে ফিরতে চাই।’ 

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে। তার পরেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এদের আশ্বস্ত করে স্কুলে ফেরার আহ্বান জানিয়েছিলেন মমতা। স্কুলে ‘ভলান্টারি সার্ভিস’ দেয়ার কথাও বলেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, ‘দু’মাস একটু কষ্ট করুন। আগামী ২০ বছর নিশ্চিন্তে থাকবেন।’ 

তার পরেই অবশ্য শিক্ষকদের কেউ কেউ জানিয়েছিলেন যে, শুধু মুখের কথায় তাঁরা স্কুলে ফিরতে চান না। আগামী বুধবার দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসতে যাচ্ছেন চাকরিহারাদের একাংশ। সোমবারই বাসে দিল্লির উদ্দেশে রওনা দিতে চলেছেন তারা। দিল্লির পথে বাস যে সমস্ত রাজ্যের উপর দিয়ে যাবে, সেই সমস্ত রাজ্যে লিফলেট বিলি করে সমস্যার কথা তুলে ধরা হবে বলে জানানো হয়েছে চাকরিহারাদের তরফে। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেছে চাকরিহারা সংগঠন ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ’।

সংগঠনের অন্যতম আহ্বায়ক চিন্ময় মণ্ডল জানিয়েছেন, পয়লা বৈশাখের দিন বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে আলোচনাসভা হবে। যে সমস্ত চাকরিহারা এখনও পর্যন্ত স্কুলে গিয়ে কাজ করছেন, বৃহস্পতিবার তারা বিশেষ ব্যাজ পরে প্রতিবাদ জানাবেন। সংগঠনের তরফে আগামী ২২ এপ্রিল রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই দিন দুপুর ১২টা নাগাদ শিয়ালদহ থেকে চাকরিহারাদের একটি মিছিল যাবে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত। তার পর তাদের কয়েক জন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ প্রার্থনা করবেন।

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status