কলকাতা কথকতা
আবার একটি ধর্ষণের ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড়
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৩ দিন আগে) ২৭ জুন ২০২৫, শুক্রবার, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন
কলেজের মধ্যে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রবল আলোড়ন তৈরি হয়েছে। ঠিক এগারো মাস আগে উত্তর কলকাতার আর জি কর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় এক পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর এবার দক্ষিণ কলকাতার একটি আইন কলেজের মধ্যে ২৪ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিরোধীদের অভিযোগ, আরজিকরের মতো এক্ষেত্রেও শাসক তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠদের যোগ রয়েছে । পুলিশ আইন কলেজে ছাত্রী ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে। শুক্রবার তাদের আদালতে পেশ করা হলে বিচারক ১ জুলাই পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন।
পুলিশ সূত্রে বলা হয়েছে, অভিযুক্ত তিন জনের মধ্যে দুইজন আইন কলেজেল ছাত্র, একজন প্রাক্তন। নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, তিন জনই কসবা আইন কলেজের তৃণমূল কংগ্রেস ছাত্র ইউনিয়নের প্রভাবশালী নেতা। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, ধর্ষণের ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার পরে রাত ৭টা থেকে ১০টার মধ্যে। বৃহস্পতিবার রাতে ছাত্রীটি পুলিশে অভিযোগ দায়ের করে।
শুক্রবার ঘটনাটি জানাজানি হওয়ার পরে প্রবল আলোড়ন তৈরি হয়েছে।
বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, তৃণমূল কংগ্রেসের আশীর্বাদের হাত মাথার উপরে না থাকলে এত বড় সাহস হয় নাকি? এখন বেকায়দায় পড়ে তৃণমূল কংগ্রেস নানা ভাবে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ অস্বীকার করার চেষ্টা করছে। কিন্তু এখন কলেজে কলেজে কিছু অশুভ চক্র তৈরি হয়েছে। তারা নানা সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বা ছাত্র সংসদে পদ দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীদের নানা ভাবে শোষণ করছে। এই প্রত্যেকটা অশুভ চক্রের সঙ্গে তৃণমূল যুক্ত।
কসবার আইন কলেজে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। ওই ঘটনায় শুক্রবার দোষীদের কঠোর শাস্তির দাবি করেছে তারা। সেই সঙ্গেই বিরোধীদের একহাত নিয়ে রাজ্যের শাসকদল জানিয়েছে, নারীর শরীর ‘রাজনীতি করার যুদ্ধক্ষেত্র’ নয়।