ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

কলকাতা কথকতা

কলকাতার শিয়ালদহ স্টেশনে গ্রেপ্তার ৩ রোহিঙ্গা, কাশ্মীর পাড়ি দেয়ার পরিকল্পনা

মানবজমিন ডিজিটাল

(২ সপ্তাহ আগে) ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ১:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

কলকাতার শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গ্রেপ্তার হলেন ৩ রোহিঙ্গা। শুক্রবার রাতে তাদের ঘোরাঘুরি করতে দেখে টিকিট পরীক্ষকদের সন্দেহ হয়। দুই নাবালিকাসহ ৩ জনকে GRP আটক করে। পুলিশ সূত্রে খবর, আটকরা মিয়ানমারের বাসিন্দা। 

কীভাবে ওই রোহিঙ্গারা ভারতে ঢোকেন এবং কলকাতায় আসেন, কী উদ্দেশ্যে দিল্লি যাচ্ছিলেন, খতিয়ে দেখছে শিয়ালদাহ GRP। শিয়ালদহ আদালতে পাঠানো হবে তাদের এমনটাই খবর।  পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাবালিকাদের নাম নূর ফতিমা ও শাবু পনেহার।   

তাদের বয়স ১২ বছরের মধ্যে। আটক যুবকের নাম আবদুল রহমান। তারা প্রত্যেকেই মিয়ানমারের রাখাইন প্রদেশের ভুষিডম এলাকার বাসিন্দা। তবে তারা বাংলাদেশের ইডাভ্যালু আইটেম ক্যাম্পে ছিলেন। 

শিয়ালদহ স্টেশনে তিন জনের চালচলন দেখে সন্দেহ হয় কর্তব্যরত টিকিট পরীক্ষকদের। তারা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কোনও সদুত্তর না মেলায় টিকিট পরীক্ষকেরা ওই তিন জনকে শিয়ালদহ স্টেশনে থাকা আরপিএফ জওয়ানদের হাতে তুলে দেন। সেখানেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনও সদুত্তর পাওয়া যায়নি। 

পরে তাদের চেপে ধরতেই জানা যায়, তিন জনেই মিয়ানমারের বাসিন্দা। ভারতে থাকার কোনও বৈধ নথি তাদের কাছে ছিল না। সেই কারণে তিন জনকেই আটক করে শিয়ালদহ জিআরপি থানায় পাঠিয়ে দেন আরপিএফ জওয়ানেরা।

আবদুলের বিরুদ্ধে অভিযোগ, এই দুই নাবালিকাকে কাশ্মীরে কোনও এলাকায় কাজের নাম করে নিয়ে যাচ্ছিলেন। সেই জন্য পশ্চিমবঙ্গকে করিডর বানিয়েছিলেন।  শিয়ালদহ জিআরপি থানার আইসি বাসুদেব মল্লিক জানিয়েছেন, আরপিএফের তরফে আটকদের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে। এর পরেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি বলেছিলেন, একদিকে যখন বাংলাদেশি রোহিঙ্গাদের নিয়ে দিল্লি, অসম, ত্রিপুরা পুলিশ তৎপরতা দেখাচ্ছে, তখন পশ্চিমবঙ্গে তাদের অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন তৃণমূল নেতারা।

পাঠকের মতামত

ভারত এমন একটি বৃহৎ দেশ যেখানে তিন জন রোহিঙ্গা ধরা পড়ে পত্রিকায় শিরোনাম হয়েছে ? অথচ যেখানে হাজার হাজার অবৈধ ভারতীয় মিডল ইষ্ট, ইউরোপ, পূর্ব এশিয়ায় পরে আছে !

Khokon
১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ৩:১৫ অপরাহ্ন

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status