কলকাতা কথকতা
ভারতের সুপ্রিম কোর্টের নিদান, আর যৌনকর্মী বলা যাবে না
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৩ নভেম্বর ২০২৩, সোমবার, ১:২৮ অপরাহ্ন
ভারতের হাজার হাজার যৌনকর্মী এই দেওয়ালিতে দুহাত তুলে আশীর্বাদ করছেন সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্ট প্রচলিত শব্দের যে ডিরেক্টরি প্রকাশ করেছেন তাতে যৌনকর্মী শব্দটির অবলুপ্তি ঘটানো হয়েছে। সেক্স ওয়ার্কারদের আর যৌনকর্মী বলা যাবে না । তাদের বলতে হবে ভিক্টিম অফ ট্রাফিকিং বা পাচার চক্রের শিকার। যেহেতু যৌনতা বিতরণ এই যৌন কর্মীদের পেশা তাই তাদের পেশাদার যৌন পরিষেবা বিতরণকারী হিসেবেও ডাকা যেতে পারে বলে সুপ্রিম কোর্ট তাদের হ্যান্ডবুকে লিখেছে।
যৌন কর্মীরা মনে করছেন, এ দ্বারা তাদের পেশাটিকেই স্বীকৃতি দেয়া হলো। চিকিৎসক যেমন স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন, আইনজীবী যেমন আইনের পরিষেবা প্রদান করেন, তেমনই তারা যৌনতা জনিত পরিষেবা প্রদান করেন। সুপ্রিম কোর্টের এই নিদানে তাদের দীর্ঘদিনের একটি লড়াইয়ে জয় হলো বলে তারা মনে করছেন। সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে যে, যৌনকর্মী বলে এই দেহপজীবিনীদের আর চিহ্নিত করা যাবে না। তাদের সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্নও করা যাবে না।