কলকাতা কথকতা
বিশ্ব একাদশ থেকে রোহিত শর্মা বাদ, বিরাট কোহলি অধিনায়ক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১৪ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১১:০২ পূর্বাহ্ন
বিশ্বকাপ ক্রিকেটের ৪৮টি ম্যাচের মধ্যে ৪৫টি হয়ে গেছে। দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল বাকি। চারটি দল মাত্র অবশিষ্ট আছে- ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এরই মাঝে ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের বিশ্ব একাদশ গড়ে ফেললো। এই দল থেকে বিস্ময়করভাবে বাদ পড়লেন ধারাবাহিক রানের মধ্যে থাকা রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ককে বাদ দেয়ার কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড না জানালেও দলটির অধিনায়ক করা হয়েছে বিরাট কোহলিকে। দলের ওপেনিং ব্যাটার হিসেবে বেছে নেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার কুইনটন ডি কককে। চারটি সেঞ্চুরি করে বিশ্বকাপে তিনি সাড়া ফেলে দিয়েছেন। ডি ককের সঙ্গী হিসেবে ভারতের ওপেনিং ব্যাটার রোহিত শর্মাকে দেখতে পাওয়াই সঙ্গত ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া এক্ষেত্রে বেছে নিয়েছে রান এর মধ্যে থাকা স্বদেশীয় ডেভিড ওয়ার্নারকে। ওয়ান ডাউনে আসবেন নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটার রাচিন রবীন্দ্রন।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]