কলকাতা কথকতা
বিশ্ব একাদশ থেকে রোহিত শর্মা বাদ, বিরাট কোহলি অধিনায়ক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১০ মাস আগে) ১৪ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১১:০২ পূর্বাহ্ন
বিশ্বকাপ ক্রিকেটের ৪৮টি ম্যাচের মধ্যে ৪৫টি হয়ে গেছে। দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল বাকি। চারটি দল মাত্র অবশিষ্ট আছে- ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এরই মাঝে ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের বিশ্ব একাদশ গড়ে ফেললো। এই দল থেকে বিস্ময়করভাবে বাদ পড়লেন ধারাবাহিক রানের মধ্যে থাকা রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ককে বাদ দেয়ার কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড না জানালেও দলটির অধিনায়ক করা হয়েছে বিরাট কোহলিকে। দলের ওপেনিং ব্যাটার হিসেবে বেছে নেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার কুইনটন ডি কককে। চারটি সেঞ্চুরি করে বিশ্বকাপে তিনি সাড়া ফেলে দিয়েছেন। ডি ককের সঙ্গী হিসেবে ভারতের ওপেনিং ব্যাটার রোহিত শর্মাকে দেখতে পাওয়াই সঙ্গত ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া এক্ষেত্রে বেছে নিয়েছে রান এর মধ্যে থাকা স্বদেশীয় ডেভিড ওয়ার্নারকে। ওয়ান ডাউনে আসবেন নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটার রাচিন রবীন্দ্রন। চারে বিরাট কোহলি অটোমেটিক চয়েস। পাঁচ নম্বরে আসবেন ইয়ান মাক্রম। ছ নম্বরে বিশ্বকাপে চোখধাঁধানো ডাবল সেঞ্চুরির মালিক অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল। সাত নম্বরে দক্ষিণ আফ্রিকার জানসেনকে নেয়া হয়েছে তার অলরাউন্ড এবিলিটির জন্য। আট নম্বরে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ন নম্বরে ভারতের মোহাম্মদ শামি। দশ নম্বরে অস্ট্রেলিয়ার স্পিনার জাম্পা। এগারো নম্বর জায়গাটি পাকা যশপ্রীত বুমরার জন্য। দ্বাদশ ব্যক্তি হিসেবে দলে জায়গা পেয়েছেন শ্রীলংকার দিলশান মধুশঙ্ক। বাংলাদেশের একজন খেলোয়াড়কেও ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সেরা দলে রাখেনি। তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা বিশ্ব একাদশ দলটি কেমন হল- কুইন্টন ডি কক, ডেভিড ওয়ার্নার, রা চিন রবীন্দ্রন, বিরাট কোহলি, ম্যাক্রোম, ম্যাক্সওয়েল, জানসেন, রবীন্দ্র জাদেজা, শামি, জাম্পা এবং যশপ্রীত বুমরা। দ্বাদশ ব্যক্তি – মধুশঙ্ক।