কলকাতা কথকতা
পশ্চিমবঙ্গে প্রসূতি মৃত্যুর ঘটনায় ১২ জন চিকিৎসক সাসপেন্ড
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫০ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতালের সুপার, আরএমও সহ ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে ৬ জন স্নাতকোত্তর (পিজিটি ) ছাত্র রয়েছেন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় চিকিৎসকদের সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। সাসপেন্ড হওয়া চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ পাওয়া গিয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে একইদিনে অস্ত্রোপচার করিয়ে সন্তানের জন্ম দেয়া পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের একজনের মৃত্যু হয় শুক্রবার । তিন জনের অবস্থা সঙ্কটজনক। তাদের কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে রোববার। বাকি একজনের অবস্থার উন্নতি হওয়ায় তাকে জেনারেল শয্যায় পাঠানো হয়েছে। ওই ঘটনার পর থেকেই হাসপাতালের স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
প্রসূতিদের যে স্যালাইন এবং ওষুধ দেয়া হয়েছিল, তার নমুনা পরীক্ষায় পাঠিয়েছে ড্রাগ কন্ট্রোল বিভাগ।
রাজ্যের স্বাস্থ্য বিভাগ তড়িঘড়ি ১৩ সদস্যের তদন্ত কমিটি গড়ে। সেই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু হয়েছে।
সূত্রের খবর, এই সাসপেন্ডের খবর ছড়িয়ে পড়তেই মিটিংয়ে বসেন জুনিয়র ডাক্তাররা। এরপর রাতে তারা মেডিকেল কলেজের অধ্যক্ষকে চিঠি দিয়ে কর্মবিরতির সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
সরকার যতক্ষণ না সাসপেন্ডের নির্দেশ প্রত্যাহার করছেন ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে কার্যত হুঁশিয়ারি দেয়া হয়েছে।
এদিকে এই কর্মবিরতির জেরে মেদিনীপুর মেডিকেলে শুক্রবার থেকেই চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে।
এই জুনিয়র চিকিৎসকদের কেন সাসপেন্ড করা হলো সেই প্রশ্ন তুলে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন চিকিৎসক সংগঠন। জুনিয়র ডাক্তারদের সংগঠনের তরফে বলা হয়েছে স্যালাইন ও ওষুধের মান নিয়ে প্রশ্ন ওঠা সত্ত্বেও বিষয়টিকে এড়িয়ে গিয়ে চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছে।