কলকাতা কথকতা
‘দু’হাজার টাকা দিয়ে নারীদের সম্ভ্রম দিল্লিতে বিক্রি করছে বিজেপি’
সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা প্রতিনিধি
(৭ মাস আগে) ৬ মে ২০২৪, সোমবার, ৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪১ পূর্বাহ্ন
'দু হাজার টাকা দিয়ে বিজেপি নেতারা নারীদের সম্ভ্রম দিল্লির কাছে বিক্রি করে দিয়ে এসেছে। ২০০০ টাকা নাও, মিথ্যে ধর্ষণের অভিযোগ করো। বসিরহাট থেকে বিজেপির প্রার্থী রেখা পাত্রকে ২০০০ টাকা দিয়ে অভিযোগ করানো হয়েছে। এদের জবাব দিতে হবে আপনাদের।’' ঠিক ভাষাতেই বিজেপিকে তুলাধুনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
৭ মে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেক বলেন, 'এই বিজেপি আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। বিজেপি যখন ভোট চাইতে যাবেন তখন তিনটি প্রশ্ন করবেন তাঁদের সঠিক অবস্থান কী, দ্বিতীয় প্রশ্ন করবেন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তিনি একজন নারীর শ্লীলতাহানি করেছেন। অথচ পরের দিন তিনি পালিয়ে গেলেন কেন? তৃতীয় প্রশ্ন, ওরা তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার মানুষকে ছোট করছে কেন?
এদিন রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর বক্তব্য, ‘রাজ্যপালের পদটিকে কলঙ্কিত করেছেন উনি। মেয়ের বয়সি একটি বোনের শ্লীলতাহানি করেছেন। থানায় তিনি অভিযোগ জানিয়েছেন। পরদিনই বাংলা ছেড়ে পালিয়ে গিয়েছেন।’ এখানেই থেমে থাকেননি অভিষেক। তাঁর দাবি, নরেন্দ্র মোদীর সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে এটাই বাংলার মানুষের জীবনের শেষ ভোট হবে। বিজেপি সংকল্প পত্র প্রকাশ করে বলেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশান করবে। মানুষ তার মানে পাঁচ বছরে পুরসভায়, পঞ্চায়েতে, বিধানসভায় ভোট দিতে পারবেন না।
নির্বাচনী সভা থেকে গলা চড়িয়ে অভিষেক বলেন, 'বিজেপির বিদায় আসন্ন। বিজেপিকে ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রীকে ভোট দেওয়া। আর মহুয়া মৈত্রকে জেতানো মানে তৃণমূলকে জেতানো। মোদীকে হারানো। কংগ্রেস, সিপিএম-কে ভোট দেবেন না। মহুয়া মৈত্র গত পাঁচ বছর সংসদে এলাকার দাবি-দাওয়া তুলে ধরেছেন। মোদী সরকারের চেহারা প্রকাশ্যে এনেছে। এদের গায়ে জ্বালা ধরেছে। তাই যে করে হোক তৃণমূলের প্রার্থীকে জিততে দেওয়া হবে না।'