কলকাতা কথকতা
নামাজে যাওয়ার পথে খুন তৃণমূল নেতা, অগ্নিগর্ভ দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১৩ নভেম্বর ২০২৩, সোমবার, ১:২৯ অপরাহ্ন
আর পাঁচটা দিনের মতোই সোমবার, দীপাবলির পরদিন ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন সাইফুদ্দিন লস্কর। বুঝতে পারেননি হিংস্র স্বাপদ এর মতো অপেক্ষা করে আছে ঘাতক বাহিনী। জয়নগর বামনগাছির তৃণমূলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন। প্রবল প্রতাপ তাঁর। বাঘে - গরুতে একঘটে জল খায় তাঁর এলাকায়। সেখানে ঘাতকরা যে তলায় তলায় ষড়যন্ত্র করছে তা বোঝেননি সাইফুদ্দিন। সোমবার সকালে গুলিতে ঝাঁজরা হয়ে যান তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
ঘটনা শুনেই হাসপাতালে পৌঁছে যান বারুইপুর পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিভাস সর্দার। তিনি বলেন, দুষ্কৃতীরা তৃণমূলের ব্যাপক জনপ্রিয়তা হজম করতে পারছে না বলেই এই খুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জয়নগর বামনগাছি অঞ্চল অগ্নিগর্ভ হয়ে ওঠে।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]