বিশ্বজমিন
ইউরোপের যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া রাজি হবে বলে আশাবাদী জেলেনস্কি
মানবজমিন ডেস্ক
(১৯ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

রাশিয়া ইউরোপীয় নেতাদের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যা সোমবার থেকে শুরু হওয়ার কথা। জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে সরাসরি আলাপের বিষয়ে কিয়েভ প্রস্তুত। এ বিষয়ে তুরস্কের ইস্তুাবুলে এই মাসে কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ওই প্রস্তাবের কয়েক ঘণ্টা পরই এমন মন্তব্য করেন জেলেনস্কি। তবে ইউরোপীয় নেতাদের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি পুতিন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি বলেন, একদিনের জন্যও হত্যা চালিয়ে যাওয়ার কোনো মানে হয়না। তিনি আরও বলেন, আমরা আশা করি রাশিয়া আগামীকাল (১২ মে) থেকে পূর্ণাঙ্গ, স্থায়ী ও নির্ভরযোগ্য যুদ্ধবিরতিতে রাজি হবেন। ইউক্রেন বৈঠকের জন্য প্রস্তুত। এছাড়া তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেলেনস্কি বলেন, এটি একটি ইতিবাচক সংকেত যে, রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয়ে ভাবছে। পুরো বিশ্ব অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছে। আর যেকোনো যুদ্ধ বন্ধের প্রথম ধাপ হলো ‘যুদ্ধবিরতি’।