বিশ্বজমিন
কেউ রক্ষা পাবেন না: অমিত শাহ
মানবজমিন ডেস্ক
(৪ দিন আগে) ১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

তবে কি সত্যি পাকিস্তানে হামলা করতে যাচ্ছে ভারত? ২২শে এপ্রিল পেহেলগামে হামলার পর প্রথম এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সতর্কতা দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাদের হামলা চালানোর যে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন, তাতে এ হামলা দৃশ্যত এখন শুধু সময়ের ব্যাপার। পেহেলগাম হামলার পর কেটে গেছে বেশ কয়েকদিন। তারপর আজ বৃহস্পতিবার প্রথম এ বিষয়ে সতর্কতা উচ্চারণ করলেন অমিত শাহ। তিনি দিল্লিতে এক অনুষ্ঠানে বলেছেন- হামলাকারীদের প্রতিজনকে খুঁজে বের করবে ভারত। তিনি হামলাকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেছেন, ভয়াবহতা এখনও আসেনি। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা যারা করেছে তাদের কোনো রক্ষা নেই। আমরা তাদের প্রতিজন এবং তাদের প্রতিটি মদতদাতাকে খুঁজে বের করবো। মনে করবেন না যে, ২৬ জনকে হত্যা করে আপনারা জিতে গেছেন। আপনাদের প্রত্যেককে জবাব দিতে হবে। আসামের বোরো সম্প্রদায়ের নেতা উপেন্দ্র নাথ ব্রহ্ম’র একটি মূর্তি উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।
পাঠকের মতামত
কথায় আছে যতটা ঘরঝে ততটা বর্ষে না!!
তোরও রক্ষা নেই, ফ্যাসিসটের মহারাণীকে আশ্রয় দিয়ে রেখেছিস, তোদেরকে ফল ভুগতে হবে।
Amit ji, Let us stop rhetoric. Communal policy never favours to promote global national piece.
হামলা করতেছে আজকে ৭-৮ দিন হয়ে গেল। যেভাবে তর্জন গর্জন শোনা যাচ্ছে তাতে মনে হয় হামলা গুরুতর হবে না। সীমান্তে কয়েকটি বিমান নিয়ে দুই চারটা বোমা ফেলে চলে আসবে আর বলিউডে সিনেমা বানানোর জন্য গল্প হয়ে যাবে।