বিশ্বজমিন
ইসরাইলের কাছে ৫১ কোটি ডলারের বোমা তৈরির সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
মানবজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬:০১ অপরাহ্ন

ইসরাইলের কাছে ৫১ কোটি ডলারের বোমা তৈরির সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, এর ফলে বর্তমান ও ভবিষ্যত হুমকি মোকাবেলায় ইসরাইলের সক্ষমতা বৃদ্ধি করবে। সংস্থাটির তরফে আরও বলা হয়েছে, ইসরাইলের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। স্টেট ডিপার্টমেন্ট ইসরাইলের কাছে এসব সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে আর ডিএসই বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে। তবে এ বিষয়ে কংগ্রেস এখননো অনুমতি দেয়নি। উল্লেখ্য, ১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনা, শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। তারা চায় ইরানের পারমাণবিক কর্মসূচী বন্ধ করতে। ইরান অবশ্য দাবি করছে, তাদের পারমাণবিক কর্মসূচী সম্পূর্ণ শান্তিপূর্ণ। তবে ওয়াশিংটন ও তার মিত্ররা দাবি করেছে, ইরানের উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র অর্জন করা। ২০১৮ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন ডনাল্ড ট্রাম্প। সম্প্রতি কয়েক সপ্তাহ তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ফেরার জন্য তিনি কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছেন। তবে শেষমেষ তিনি ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার নির্দেশ দেন। গত সপ্তাহে ইরান-ইসরাইল যুদ্ধবিরতি হয়েছে। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামনি নেতানিয়াহু বলেছেন, তিনি কখনোই ইরানকে পুনরায় পারমাণবিক স্থাপনা গড়ে তুলতে দেবেন না। এতে ভবিষ্যতে সংঘাত আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: এএফপি