বিশ্বজমিন
পোল্যান্ডে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করবে নরওয়ে
মানবজমিন ডেস্ক
(৯ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১:৪৪ অপরাহ্ন

ইউক্রেনকে পশ্চিমা সাহায্য পৌঁছে দিতে ব্যবহৃত অন্যতম প্রধান কেন্দ্র পোল্যান্ডের জেসু-জাসিওঙ্কা বিমানবন্দর রক্ষা করতে নরওয়ে তাদের এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করার ঘোষণা দিয়েছে। নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী তোরে স্যান্ডভিক বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ অবদান। আমরা নিশ্চিত করছি যে ইউক্রেনে সহায়তা নিরাপদে পৌঁছাতে পারছে, এবং তারা তাদের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে পারছে। এই সিদ্ধান্ত ইউক্রেনকে অব্যাহতভাবে অস্ত্র ও মানবিক সহায়তা পৌঁছে দেয়ার জন্য একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন ইয়াহু নিউজ। বিমানবন্দরটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে। নভেম্বর ২০২৪ পর্যন্ত ইউক্রেনের জন্য পাঠানো সহায়তার শতকরা ৯০ ভাগ এই বিমানবন্দর দিয়ে গেছে। এ তথ্য জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। এটি কিয়েভগামী আন্তর্জাতিক কূটনৈতিক মিশনের জন্য প্রধান ট্রানজিট পয়েন্ট। ২০২৫ সালের জানুয়ারিতে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াস ঘোষণা দেন, জার্মানি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জেসু বিমানবন্দরে মোতায়েন করবে। এর লক্ষ্য রাশিয়ার সম্ভাব্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা। নরওয়ের এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান হল আধুনিকতম মাল্টিরোল জেট, যা শত্রুপক্ষের রাডার এড়িয়ে কার্যকর আক্রমণ ও প্রতিরক্ষা উভয়ই চালাতে সক্ষম। এটি বিমানবন্দর আকাশসীমা রক্ষা ও নজরদারির জন্য ব্যবহৃত হবে। ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে গড়িয়েছে। পোল্যান্ড সীমান্তসংলগ্ন অঞ্চল লক্ষ্য করে কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর মধ্যে ইউক্রেন সহায়তা সরবরাহ চেইন নিরাপদ রাখা এখন একটি বড় চ্যালেঞ্জ। নরওয়ের এ পদক্ষেপ শুধু একটি সামরিক মোতায়েন নয়, এটি পশ্চিমা জোটের একতা ও দৃঢ়তার প্রতীক। এটি রাশিয়ার প্রতি বার্তা যে, ইউক্রেনকে সাহায্য চলবেই এবং তা সুরক্ষিত উপায়ে।