বিশ্বজমিন
ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩৬
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৯ অপরাহ্ন

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬। রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী দামোদার রাজা নরসিংহ বলেছেন, মৃতদেহগুলোর অবস্থা এতটাই ভয়াবহ যে, ডিএনএ টেস্টের জন্য বিশেষ মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি সরকারি প্যানেল গঠন করা হয়েছে। ভারতের স্থানীয় সময় সোমবার বিকেলে সিগাচি ইন্ডাস্ট্রির স্প্রে ড্রাই ইউনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। যেখানে ওষুধ তৈরির কাঁচামাল থেকে সূক্ষ্ম গুড়া তৈরি করা হয়। উল্লেখ্য, কারখানাটি তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। তেলেঙ্গানা রাজ্যের ফায়ার সার্ভিসের পরিচালক জিভি নারায়ন বলেছেন, কর্তৃপক্ষ ধ্বংসস্তূপ থেকে ৩৪টি মৃতদেহ উদ্ধার করেছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন।
তিনি আরও বলেছেন, গোটা ভবনই ধসে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আরও মানুষ আটকা পড়েছে এই শঙ্কায় ধ্বংসস্তূপ পরিষ্কার করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। জেলা প্রশাসনিক কর্মকর্তা পি প্রবিন্য বলেছেন, পঁচিশটি মৃতদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। শরীরে পোড়া ও অন্য আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ৩৬ জন শ্রমিক। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই কারখানায় কমপক্ষে ১৪০ জন শ্রমিক কর্মরত ছিলেন। স্থানীয় বাসিন্দারা বলেছেন, তারা কয়েক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এদিকে ওই দুর্ঘটনা ভারতের ওষুধখাতে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। স্বল্প মূল্যের ওষুধ ও টিকার বিশ্বব্যাপী সরবরাহকারী হিসেবে ভারতের খ্যাতি থাকলেও , দেশটিতে ওষুধ উৎপাদন ইউনিটে মারাত্মক দুর্ঘটনা বিরল নয়।