ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

জয়শঙ্করের মন্তব্য

কাশ্মীরে হামলা ‘অর্থনৈতিক যুদ্ধ’, ট্রাম্পের বক্তব্য সত্য নয়

মানবজমিন ডেস্ক

(৭ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩:২৫ অপরাহ্ন

mzamin

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার কাশ্মীরের পেহেলগাম হামলাকে ‘অর্থনৈতিক যুদ্ধের অংশ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এই হামলা কাশ্মীরের পর্যটন ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত হয়। একইসঙ্গে তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, পাকিস্তান থেকে আসা সন্ত্রাসের জবাব দিতে গিয়ে ভারত কখনোই ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’-এর কাছে মাথা নত করবে না। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, নিউ ইয়র্কে নিউজউইকের সঙ্গে একান্ত আলাপে জয়শঙ্কর এ মন্তব্য করেন। এ সময় মে মাসে ভারতের অপারেশন সিঁদুরের সময় দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে চালানো আলোচনা সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন।

জয়শঙ্করের মতে, ২২শে এপ্রিলে পেহেলগাম হামলা ছিল কাশ্মীরের পর্যটন ধ্বংস করার পরিকল্পিত প্রচেষ্টা। হামলাকারীরা হত্যার আগে ধর্ম চিহ্নিত করতে বলেছিল, যা সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। তিনি বলেন, এটি কেবল সন্ত্রাসবাদ ছিল না। এটি ছিল অর্থনৈতিক যুদ্ধ এবং ধর্মীয় বিভাজন সৃষ্টির অপচেষ্টা। আমরা ঠিক করি, আর ছাড় নয়। 

ভারত হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী ঘাঁটিগুলোর বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালায়। ভারতের পক্ষ থেকে বলা হয়, এই অভিযান ছিল পাকিস্তানের সমর্থনপুষ্ট লস্কর-ই-তৈয়বা এবং এর শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট-এর বিরুদ্ধে। জয়শঙ্কর বলেন, ৯ই মে রাতে পাকিস্তান ভারতের ওপর ‘ম্যাসিভ অ্যাটাক’ চালায়। তবে ভারতীয় বাহিনী তাৎক্ষণিকভাবে জবাব দেয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদ যুদ্ধবিরতির অনুরোধ জানায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি বাণিজ্য চুক্তিকে ব্যবহার করে ভারত ও পাকিস্তানকে যুদ্ধ থামাতে বাধ্য করেছেন। তিনি বলেন, আমি বলেছিলাম, যদি যুদ্ধ করো, তাহলে কোনো বাণিজ্য হবে না। কিন্তু জয়শঙ্করের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন।

তিনি জানান, ৯ই মে রাতে ট্রাম্প নয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন। সেখানে বাণিজ্য চুক্তি বা যুদ্ধবিরতির শর্ত নিয়ে কোনো আলোচনা হয়নি। জয়শঙ্কর বলেন, আমি মোদির সঙ্গে ছিলাম, এমন কিছু হয়নি। ট্রাম্পের বক্তব্য সত্য নয়। বাণিজ্য আলোচকরা তাদের মতো করে পণ্য, শুল্ক ও সংখ্যার হিসাব করছেন। সেগুলো কূটনীতির সঙ্গে মিশ্রিত হয়নি।  তিনি ট্রাম্পের দাবিকে পরোক্ষভাবে অপেশাদার ও ভুল ব্যাখ্যা বলে ইঙ্গিত দেন। জয়শঙ্কর বলেন, সীমান্তের ওপারে সন্ত্রাসী থাকলে জবাব দেওয়া যাবে না- এই যুক্তি আর চলবে না। আমরা সেই নীতি চ্যালেঞ্জ করেছি এবং প্রতিক্রিয়া দেখিয়েছি। তিনি স্পষ্টভাবে বলেন, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পাকিস্তানের ভূমিকা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
 

পাঠকের মতামত

Muslim killing by India

sk Abdul Malek
১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৪:৫৩ অপরাহ্ন

পাক-ভারত যুদ্ধ অন্য নামের আড়ালে ধর্ম যুদ্ধ। মুসলিম- হিন্দু যুদ্ধ। যেমন ইসরাঈল -ফিলিস্তিন নয় এ যুদ্ধ হলো ইহুদী- মুসলিম যুদ্ধ। কেউ স্বীকার করুক আর নাই করুক এ যুদ্ধ হলো ধর্ম যুদ্ধ।

shohidullah
১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৪:১২ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

১০

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের/ ইরানে তীব্র হামলা চালানোর নির্দেশ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status