বিশ্বজমিন
আগামী সপ্তাহের যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতির আশা করছেন ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(৪ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৮:৪০ অপরাহ্ন

আগামী সপ্তাহের যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, ৭ জুলাই হোয়াইট হাউস যাওয়ার কথা আছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এর আগে গাজায় যুদ্ধবিরতি সম্ভব কিনা এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আশা করা যায় এটি হবে। আমরা এ বিষয়ে কাজ করছি। ট্রাম্প অবশ্য এর আগেও ইসরাইলের প্রতি গাজায় চুক্তি করার আহ্বান জানিয়েছেন। তবে বাস্তবে ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। ইসরাইলের সঙ্গে ৫১ কোটি ডলারের অস্ত্র তৈরির সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদনের একদিন পরই যুদ্ধবিরতির বিষয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। বলেছেন, সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে গাজা ও ইরান নিয়ে আলোচনা করবেন তিনি।
এদিকে বৃটেন ভিত্তিক প্যালেস্টেনিয়ান অ্যাকশন গ্রুপের কর্মীরা এলবিট সিস্টেমের মালিকানাধীন ভবনগুলোতে বিক্ষোভ করেছেন। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কেন্টে কোম্পানিটির ফ্যাক্টরির সামনে মূল সড়কে লাল রং করা হয়েছে। যা দিয়ে মূলত ফিলিস্তিনিদের রক্ত বুঝানো হয়েছে। ব্রিস্টলে কোম্পানিটির হেডকোয়ার্টারে যাওয়ার একমাত্র সড়ক আটকে দেয় মানবাধিকার কর্মীরা। তারা অবশ্য গার্ডটেকের হেডকোয়ার্টারের ছাদেও চড়ে যান। উল্লেখ্য, গার্ডটেক হলো এলবিটের মূল সরবরাহকারী। এদিকে গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরাইল। বিশেষ করে ত্রাণ নিতে আসা নিরীহ ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে তারা। আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় অন্তত ৬৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। ইসরাইল অধিকৃত পশ্চিম তীরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গণমাধ্যমের এক রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে কমপক্ষে ১০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। এতে তীব্র নিন্দা ও উদ্বেগ জানালেও কোনো ভ্রুক্ষেপ নেই তাদের। তারা ক্রমাগত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
পাঠকের মতামত
ট্রাম্পের মুখে এক কাজে আর এক। যে কোন উপায়ে মুসলিমদের ধ্বংস তার মূল উদ্দেশ্য।
ট্রাম্প, সর্বশক্তিমান আল্লাহ তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তোমরা গাজা এবং এর নিরীহ জনগণকে ধ্বংস করেছ।