ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

আগামী সপ্তাহের যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতির আশা করছেন ট্রাম্প 

মানবজমিন ডেস্ক

(৪ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৮:৪০ অপরাহ্ন

mzamin

আগামী সপ্তাহের যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, ৭ জুলাই হোয়াইট হাউস যাওয়ার কথা আছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এর আগে গাজায় যুদ্ধবিরতি সম্ভব কিনা এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আশা করা যায় এটি হবে। আমরা এ বিষয়ে কাজ করছি। ট্রাম্প অবশ্য এর আগেও ইসরাইলের প্রতি গাজায় চুক্তি করার আহ্বান জানিয়েছেন। তবে বাস্তবে ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। ইসরাইলের সঙ্গে ৫১ কোটি ডলারের অস্ত্র তৈরির সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদনের একদিন পরই যুদ্ধবিরতির বিষয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। বলেছেন, সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে গাজা ও ইরান নিয়ে আলোচনা করবেন তিনি। 

এদিকে বৃটেন ভিত্তিক প্যালেস্টেনিয়ান অ্যাকশন গ্রুপের কর্মীরা এলবিট সিস্টেমের মালিকানাধীন ভবনগুলোতে বিক্ষোভ করেছেন। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কেন্টে কোম্পানিটির ফ্যাক্টরির সামনে মূল সড়কে লাল রং করা হয়েছে। যা দিয়ে মূলত ফিলিস্তিনিদের রক্ত বুঝানো হয়েছে। ব্রিস্টলে কোম্পানিটির হেডকোয়ার্টারে যাওয়ার একমাত্র সড়ক আটকে দেয় মানবাধিকার কর্মীরা। তারা অবশ্য গার্ডটেকের হেডকোয়ার্টারের ছাদেও চড়ে যান। উল্লেখ্য, গার্ডটেক হলো এলবিটের মূল সরবরাহকারী। এদিকে গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরাইল। বিশেষ করে ত্রাণ নিতে আসা নিরীহ ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে তারা। আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় অন্তত ৬৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। ইসরাইল অধিকৃত পশ্চিম তীরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গণমাধ্যমের এক রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে কমপক্ষে ১০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। এতে তীব্র নিন্দা ও উদ্বেগ জানালেও কোনো ভ্রুক্ষেপ নেই তাদের। তারা ক্রমাগত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

পাঠকের মতামত

ট্রাম্পের মুখে এক কাজে আর এক। যে কোন উপায়ে মুসলিমদের ধ্বংস তার মূল উদ্দেশ্য।

Shohidullah
১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১০:২২ অপরাহ্ন

ট্রাম্প, সর্বশক্তিমান আল্লাহ তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তোমরা গাজা এবং এর নিরীহ জনগণকে ধ্বংস করেছ।

NADIM AHAMMED
১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৮:৫৪ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

১০

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের/ ইরানে তীব্র হামলা চালানোর নির্দেশ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status