বিশ্বজমিন
দুর্নীতির দায়ে রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রীর ১৩ বছরের জেল
মানবজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৭:৫৬ অপরাহ্ন

দুর্নীতির দায়ে রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে ১৩ বছরের জেল দিয়েছে দেশটির আদালত। ঘুষ নেয়ার অভিযোগে ২০২৪ সালের এপ্রিলে গ্রেপ্তার হন তিনি। পরে অক্টোবরে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা বিভাগে দুর্নীতির কেলেঙ্কারি বহু পুরনো। যাতে এ বিষয়ে খুব কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। ইভনভকে সাজা দেয়া প্রতিরক্ষা বিভাগে বছরের পর বছর ধরে চলা দুর্নীতি মোকাবেলার একটি অংশ। ধারাবাহিক তদন্তে সাবেক আরও দুই উপমন্ত্রীসহ এক ডজনের বেশি সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে প্রশাসন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ইভানভ নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। তবে আদালতে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে। এতে তার সকল রাষ্ট্রীয় অর্জন কেড়ে নেয়া হয়। আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন ইভানভের আইনজীবী। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইভানভ ও অন্যান্য ব্যক্তিদের আত্মসাতকৃত অর্থের পরিমাণ ৪ দশমিক ১ বিলিয়ন রুবল। এর বেশির ভাগ অর্থই দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে। এই বিচারিক কার্যক্রম অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালিত হয়েছে। এর আগে ইভানভের সাবেক অধস্তন কর্মচারী ফিলাটভকেও ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইভানভ ও তার স্ত্রী মস্কোতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। এছাড়া বেন্টলি ও অ্যাস্টন মার্টিনের মতো দামি ব্রান্ডের গাড়িও রয়েছে তাদের।