বিশ্বজমিন
পাকিস্তানের পাশে আছি: পান্নুন
মানবজমিন ডেস্ক
(১৫ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৬ অপরাহ্ন

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন ২ কোটি শিখ। এমনই মন্তব্য করেছেন খালিস্তানপন্থি আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন। যুক্তরাষ্ট্র থেকে একটি ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। পান্নুন বলেন, আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে আক্রমণ করতে দেবো না। আমরা ২ কোটি শিখ পাকিস্তানের সঙ্গে ইটের দেয়ালের মতো দাঁড়িয়ে আছি। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। ভারতের সমালোচনা করে তিনি বলেন, ভারতে শিখদেরকে যেভাবে দমন করা হচ্ছে তা লক্ষ্য করলেই দেশটিতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রমাণ পাওয়া যায়। বর্তমান পরিস্থিতির উল্লেখ করে পান্নুন বলেন, এটি ১৯৬৫ বা ১৯৭১ না। এটি ২০২৫ সাল। ভিডিওতে খালিস্তানপন্থি ওই নেতাকে পাকিস্তানের প্রশংসা করতে দেখা যায়। তিনি বলেন, পাকিস্তান পবিত্রতার প্রতীক। তিনি আরও বলেন, এটি আমাদের ঐতিহ্য যে আমরা কখনো আক্রমণ শুরু করিনি। আর করবোও না। সতর্ক বার্তায় তিনি বলেন- মোদি, অজিত দোভাল, অমিত শাহ ও জয়শংকরের মতো নেতাদের বিচারের আওতায় আনা হবে। উপরন্তু পান্নুন ভারতের বিরুদ্ধে অভিযোগ আনেন যে, ভারত রাজনৈতিক স্বার্থে পেহেলগামে নিজেদের হিন্দু নাগরিককে হত্যা করেছে। বলেন, রাজনৈতিক স্বার্থে ও ভোট নিশ্চিতের জন্য ওই হামলা করা হয়।