বিশ্বজমিন
ইসরাইলের হামলায় ইরানে ৯৩৫ জন নিহত
মানবজমিন ডেস্ক
(১৫ ঘন্টা আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ৭:৩৯ অপরাহ্ন

ইসরাইলের হামলায় ইরানে কমপক্ষে ৯৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। সর্বশেষ ফরেনসিক তথ্যের বরাত দিয়ে ওই তথ্য জানান তিনি। বলেছেন, নিহতদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮ জন শিশু। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এর আগে ইসরাইলের হামলায় অন্তত ৬১০ জন নিহতের তথ্য জানায় তেহরান। এছাড়া ৪ হাজার ৭৪৬ জন আহত হয়েছে বলেও জানানো হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ইসরাইলের হামলায় দেশটির সাতটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চারটি ক্লিনিক ও নয়টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, ১৩ জুন একতরফাভাবে তেহরানের একাধিক স্থাপনায় হামলা চালায় ইসরাইল। পরে তেহরানও প্রতিশোধমূলক হামলা চালায়। যা টানা ১২ দিন পর্যন্ত চলেছে। এতে উভয় দেশের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে খবরে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আর আহত হয়েছে কয়েকশ। এছাড়া ইসরাইলের বহু বসতবাড়ি এবং সরকারি স্থপানা মাটির সঙ্গে মিশে গেছে।