বিশ্বজমিন
ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
মানবজমিন ডেস্ক
(১৫ ঘন্টা আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ৭:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১২ পূর্বাহ্ন

ভারতের দক্ষিণাঞ্চলের তেলেঙ্গানা রাজ্যে ওষুধ কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ছয়টি পোড়াদেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ আটকা পড়েছে কিনা তা জানার জন্য সিগাচি ইন্ডাস্ট্রিজের ধ্বংসাবশেষ সরানো হচ্ছে। রাজ্যের ফায়ার সার্ভিস ডিরেক্টর জি.ভি নারায়ন রাও বলেছেন, কারখানার স্প্রে ড্রায়ার ইউনিটে বিস্ফোরণ হয়েছে, যেখানে ওষুধ তৈরির কাঁচামাল থেকে সূক্ষ গুড়ো তৈরি হয়। উল্লেখ্য, ভারতে বিশ্বের শীর্ষস্থানীয় কিছু ওষুধ কোম্পানি আছে। দেশটিতে শিল্প কারখানায় দুর্ঘটনা নতুন কিছু নয়। সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি ভারতীয় কোম্পানি যা ওষুধের সক্রিয় উপাদান নিয়ে কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে এর সহায়ক সংস্থা রয়েছে।