বিশ্বজমিন
এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(১৪ ঘন্টা আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১১ অপরাহ্ন

নিউইয়র্কের ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি নির্বাচিত হয়ে ‘সঠিক আচরণ না করলে, এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। দ্য গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, ফক্স নিউজের উপস্থাপিকা মারিয়া বার্তিরোমোর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মামদানি যদি জয়ী হন, সেটা হবে ‘অবিশ্বাস্য’। কারণ তিনি একজন খাঁটি কমিউনিস্ট। আগেই বলে রাখছি, যদি তিনি মেয়র হন, তবে আমাকে প্রেসিডেন্ট হিসেবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। না হলে নিউইয়র্ক কোনো অর্থ পাবে না। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মামদানি স্পষ্ট করে দিয়েছেন, তিনি কোনো কমিউনিস্ট নন। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, আমি আমার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে বলছি- আমি কমিউনিস্ট নই। প্রেসিডেন্ট আমার চেহারা, কণ্ঠস্বর ও পরিচয় নিয়ে কথা বলছেন, কারণ তিনি চান আমি আমার লড়াই থেকে সরে যাই। তিনি আরও বলেন, আমি মার্টিন লুথার কিং জুনিয়রের আদর্শে অনুপ্রাণিত। এই নগরীর ভবিষ্যৎ গড়ার লড়াই থেকে আমাকে সরানো যাবে না। মামদানি নিউইয়র্কের ধনীদের ওপর কর বৃদ্ধির পক্ষে অবস্থান নিয়েছেন। তার ভাষায়, আমি মনে করি না সবাইকে বিলিয়নিয়ার হতে হবে। বিশ্লেষকদের মতে, মামদানির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতেই ট্রাম্প তাকে ‘কমিউনিস্ট উন্মাদ’ বলে অভিহিত করছেন। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর নিউইয়র্কে বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র সরকার ১০০ বিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করেছে।