বিশ্বজমিন
গাজায় ক্যাফে, স্কুল এবং ত্রাণ কেন্দ্রে ইসরাইলের বিমান হামলা, নিহত ৯৫
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৬ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের একটি ক্যাফে, স্কুল ও ত্রাণ বিতরণকেন্দ্রসহ একাধিক স্থানে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।
গাজা শহর ও উত্তরের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। এর মধ্যে আল-বাকা নামে এক সমুদ্র তীরবর্তী ক্যাফেতেই নিহত হন ৩৯ জন। সোমবার রাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আল-বাকা নামে উত্তর গাজার ওই সমুদ্র তীরবর্তী ক্যাফেটিতে নারী ও শিশুসহ অনেকেই জড়ো হয়েছিলেন একটি জন্মদিন উদযাপন করতে। সেখানে হামলায় নিহতদের মধ্যে ইসমাইল আবু হাতাব নামে এক সাংবাদিকও রয়েছেন। কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই সেখানে যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়।
গাজা শহরের ইয়াফা স্কুলে আশ্রয় নেয়া কয়েকশ বাস্তুচ্যুত মানুষের ওপরও হামলা চালিয়েছে ইসরাইল। হামাদা আবু জারাদে নামের একজন জানান, তারা হামলার মাত্র পাঁচ মিনিট আগে সরে যাওয়ার নোটিশ পান।
পাঠকের মতামত
অমানবিক। বিশ্ববাসী বিশেষ করে মুসলিম বিশ্ব নিরবে এ গুলো দেখছে। ধিক্কার জানাই তথাকথিত সভ্য শক্তিধর জাতিগুলোকে