বিশ্বজমিন
১৯৭১ সালের পর এই প্রথম...
মানবজমিন ডেস্ক
(২ দিন আগে) ৭ মে ২০২৫, বুধবার, ৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০১ অপরাহ্ন

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালের পর এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তিন বাহিনী একসঙ্গে সামরিক হামলা চালিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে চালানো ওই অভিযানের নাম ‘অপারেশন সিঁন্দুর’। অনলাইন এনডিটিভি বলছে, পেহেলগামে হামলার দুই সপ্তাহ পরে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে অংশ নেয় এই হামলায়। ভারতের দাবি, পাকিস্তানে এবং পাকিস্তানশাসিত জম্মু-কাশ্মীরে ‘সন্ত্রাসীদের’ অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলায় তিন বাহিনী সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারে এমন অস্ত্র ব্যবহার করেছে তারা। ব্যবহার করা হয়েছে কামিকাজি ড্রোন। এই ড্রোন যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। ভারতের সেনাবাহিনীর দাবি তারা নয়টি স্থাপনায় হামলা করেছে। পাকিস্তান সেনাবাহিনীর কোনো স্থাপনাকে টার্গেট করা হয়নি। এর মধ্যে আছে বাহওয়ালপুর এবং মুরিদকে’তে অবস্থিত যথাক্রমে জৈশ ই মোহাম্মদ এবং লস্করে তৈয়বার স্থাপনা। তবে পাকিস্তান দাবি করেছে, হামলা চালানো হয়েছে বেসামরিক লোকজনের বিরুদ্ধে। এতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন।
পাঠকের মতামত
সামরিক দিক দিয়ে অনেক অনেক বড় হচ্ছে ভারত কিন্তু তাই বলে পাকিস্তান একে বারেই ছোট বা ফেলনা আর্মি বা সামরিক দিক দিয়ে সেটা না, ১/২ সপ্তাহের ভিতরে যদি এই হাল্কা ধরনের যুদ্ধ যুদ্ধ খেলা শেষ না হয়ে তবে কিন্তু পাকিস্তানের জন্য খুবি খারাপ ব্যাপার হবে, দুই পক্ষের ক্ষয়ক্ষতির পরিমান অসাভাবিক ভাবে বাড়তেই থাকবে।
ভারত দেখিয়ে দিল মসজিদে কিভাবে হামলা করা যায়, এখন পাকিস্তান যদি বিতর্কিত রাম মন্দির আর বিডলাদের মন্দিরে হামলা করে তখন কি হবে? পাকিস্তান এখনো সংযত আচরণ করছে কিন্তু ভারত আজকেও সারাদিন ইসরায়েলি ড্রোন দিয়ে হামলা অব্যাহত রেখেছে এবং রাতে ভারতীয় মিডিয়া গুজব ছড়িয়েছে আর নিজেদের জনগণকে বোকা বানিয়েছে
ভারত ধংস হবে
পাকিস্তান জিন্দাবাদ
Naray Takbir, Allahu Akbor. Pakistan Zindabad.
জয় পাকিস্তান