বিশ্বজমিন
গান বাজানোর অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করেছে তালেবান
মানবজমিন ডেস্ক
(২০ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৭:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

আফগানিস্তানে গান বাজানোর অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে তালেবান সরকার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ওই ১৪ ব্যক্তি তাখর প্রদেশের রাজধানীর একটি আবাসিক ভবনে একত্রিত হন। সেখানে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে গান করছিলেন। এতে আশেপাশের মানুষ বিরক্ত হন। পুলিশ আরও জানায়, আটককৃতদের বিষয়ে তদন্ত চলমান। ২০২১ সালে তালেবান সরকার পুনরায় ক্ষমতায় আসার পর ইসলামি আইনের প্রতি তাদের দৃষ্টি প্রতিফলিত করে। এর মধ্যে জনসমক্ষে গান বাজানো, রেস্তোরাঁ, গাড়ির রেডিও, টিভি ও সরাসরি গান পরিবেশনা করা হয় এমন অনুষ্ঠানের ওপর কঠোর আইন জারি করা হয়। গানের স্কুল বন্ধ করে দেয়া হয়। এছাড়া বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম ভেঙ্গে বা পুড়িয়ে ফেলা হয়। দেশটিতে বর্তমানে বিয়ের অনুষ্ঠানেও গান বাজানোর অনুমতি নেই। এদিকে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের অনেক সঙ্গীতজ্ঞ দেশ ছেড়েছেন। তাদের মনে শঙ্কা জাগে তারা তাদের জীবিকা অর্জনের পথ হারাবেন। তালেবান কর্তৃপক্ষ সাবেক সঙ্গীতজ্ঞদের বলেন, তারা যেন তাদের প্রতিভা কবিতায় খরচ করে।
পাঠকের মতামত
যদি রবের জমিন ব্যাবহার করি তাহলে তার নাফরমানি না করা উচিৎ
বাংলাদেশেও এভাবে গ্রেফতার করা দরকার