ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

পাকিস্তানের বিরুদ্ধে ‘অ্যাডভেঞ্চার’ এড়াতে শশী থারুরের আহ্বান

মানবজমিন ডেস্ক

(৭ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ১১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৫ অপরাহ্ন

mzamin

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক অভিযান শুরু না করার জন্য মোদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একটি ভারতীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান একটি বড় সেনাবাহিনী সম্বলিত দেশ। আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি তাদের কাছে আধুনিক ও উন্নত অস্ত্র রয়েছে। আমি মনে করি না যে, সরকারকে আর কোনো সামরিক অ্যাডভেঞ্চারে জড়ানো উচিত। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। 

থারুর ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে বলেন, আমি যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানাই। এটি একটি সঠিক পথে এগোনোর সূচনা। তবে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে সময় লাগবে। তিনি দুই দেশের মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর পক্ষে জোর দেন এবং বলেন, যেসব পরিবার দুই দেশের সীমান্তে বিভক্ত, তাদের পুনর্মিলনের সুযোগ দেওয়া উচিত। আমি চাই আরও বেশি ভিসা ইস্যু হোক এবং মানুষে-মানুষে বিনিময় বাড়ানো হোক। শশী থারুরের মতে, যুদ্ধ বা সামরিক পথ নয় বরং শান্তি, মানবিকতা এবং পারস্পরিক বোঝাপড়াই হতে পারে দীর্ঘমেয়াদি সমাধানের পথ। তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে এবং যুদ্ধবিরতির ঘোষণা বাস্তবায়নের পথে এগোচ্ছে।

পাঠকের মতামত

sudhu sunasen aber harra harra ter paisen................ Pakistani y melitary power.

Zahid
১২ মে ২০২৫, সোমবার, ৩:৩৯ অপরাহ্ন

সঠিক বলেছেন।

Jahedul Hasan Hemo
১২ মে ২০২৫, সোমবার, ২:৫৫ অপরাহ্ন

সময় উপযোগী। এখন মাথামোটা বিজেপি এর এটা বোধগম্য কিনা সেটাই দেখার বিষয়।অবশ্য এরা নিজের নাক কেটে অপরের যাত্রা ভংঘ করার ব্যাপারে উস্তাদ।

তৌফিকুর রেজা
১২ মে ২০২৫, সোমবার, ২:০৪ অপরাহ্ন

100% agreed. Great comments by a great politician !!!!

Khan
১২ মে ২০২৫, সোমবার, ১:১৭ অপরাহ্ন

"আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি তাদের কাছে আধুনিক ও উন্নত অস্ত্র রয়েছে।" মিঃ থারুর মোদীর সাথে তাল মিলিয়ে একই ভাষায় কথা বলেছেন দিন চারেক আগে, এখন পাকিস্তানের সমরশক্তির কথা শুধু শুনেছেন বলছেন, শুধু শুনেন নাই হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন।

ইতরস্য ইতর
১২ মে ২০২৫, সোমবার, ১:১৫ অপরাহ্ন

উনার মতো আরও আরো কজন নেতা থাকলেই হয়। শান্তি চাই শান্তি। অন্য কোন পথ খোলা আছে কিনা জানা নেই। শশি থারুর একজন নেতাই বটে। এক সময় এদেশে বেশ ক'জন উঁচু মাপের নেতা ছিল।

Anwarul Azam
১২ মে ২০২৫, সোমবার, ১:১৪ অপরাহ্ন

জনাব শশি থারু সাহেবের বক্তৃতা একজন প্রাজ্ঞ কূটনৈতিকের মত মনে হলো। এই অঞ্চলে যুদ্ধ হলে পুরো এশিয়ার দেশ গুলোর উপর প্রভাব পড়বে। শান্তির জন্য মোদি সরকার থারু সাহেবের পরামর্শ গুরুত্ব সহকারে নিতে পারে।

আব্দুল ওয়াজেদ মুন্সী
১২ মে ২০২৫, সোমবার, ১:১০ অপরাহ্ন

সামনে ইলেকশন,মধী জঙ্গি হামলার নামে নাটক করে আর বজরঙ্গীরা তালি দেয়। এই হচ্ছে আমাদের BAL এবং বিজেপির প্রধান কাজ।আমদের BAL ডাস্টবিনে চলেগেছে। মোদী ডাস্টবিনে পড়বে।

Faiz Ahmed
১২ মে ২০২৫, সোমবার, ১২:৫৪ অপরাহ্ন

Very good suggestions

Unknown
১২ মে ২০২৫, সোমবার, ১২:২৮ অপরাহ্ন

ভারতের রাজনীতিতে এই ভদ্রলোকের বক্তব্য গঠনমূলক মনে হয়। দেখা যাক ভবিষ্যতে ক্ষমতায় এলে কি ভূমিকা পালন করেন।

Palash
১২ মে ২০২৫, সোমবার, ১১:৩৪ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status