ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

‘হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে? গাজা শেষ হয়েছে, ইসরাইল শেষ করেছে, আমরাও শেষ করব’

মানবজমিন ডেস্ক

(২ দিন আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

‘হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে? গাজা শেষ হয়েছে, ইসরাইল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি। মোদির বাচ্চা আমরা। নাম নিশান উল্টাবো। পলিটিকস ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে।’ ঠিক এভাবেই কথাগুলো বলেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

গত মঙ্গলবার ভারতশাসিত জম্মু-কাশ্মির অঞ্চলের পহেলগাঁওয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ২৬ জন পর্যটক নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের দুই পর্যটকও ছিলেন। যাদের বুধবার সন্ধ্যায় কলকাতায় ফিরিয়ে আনা হয়। তাদের মৃতদেহ গ্রহণের সময় সেখানে উপস্থিত হন বিজেপি’র (ভারতীয় জনতা পার্টি) এই নেতা। তার সঙ্গে একদল মানুষ ছিলেন। যারা তার সঙ্গে হিন্দুত্ববাদী বিভিন্ন স্লোগান দিয়েছেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে? গাজা শেষ হয়েছে, ইসরাইল শেষ করেছে, আমরাও শেষ করব। তার এমন বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। 

দ্য ফ্রি প্রেস জার্নালের এক খবরে বলা হয়েছে, কলকাতায় নিয়ে আসা ওই দুই ব্যক্তির নাম বিতান অধিকারি এবং সামির গুহ। স্বামীর মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন বিতানের স্ত্রী সোহিনী অধিকারী। কোলে সন্তান নিয়ে কাঁদতে থাকেন তিনি। তার অভিজ্ঞতা শুনে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সোহিনী জানিয়েছেন, তার ছেলের বয়স আড়াই বছর। বাবার মর্মান্তিক মৃত্যুতে প্রত্যক্ষ সাক্ষী হওয়ায় তার ছেলে বাকরুদ্ধ হয়ে পড়েছে। 

কান্নারত অবস্থায় বিতানের স্ত্রী বলেন, ছেলের চোখের সামনেই ওর বাবাকে মেরেছে। এর পরই ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী। মৃতদেহের কফিন দেখিয়ে তিনি বারবার জোর দিয়ে বলতে থাকেন, হিন্দু বলে মেরেছে ওদের, হিন্দু বলে মেরেছে। 
মঙ্গলবার দুপুরের পরপরই পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। তারা পরিচয় জিজ্ঞেস করে করে নৃশংস হামলা চালিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। জানা গেছে বিতান অধিকারী কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। ছুটিতে দেশে ফিরে স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার তাদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আর ফিরলেন কফিনে।

পাঠকের মতামত

ইসরাইল‌ প্যালেস্টাইনের অবৈধ দখলদার । ভারতও কাশ্মীরের অবৈধ দখলদার। অবৈধ দখলদার ও জুলুমকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হবে।‌

Andalib
২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১১:২২ পূর্বাহ্ন

এই ধরনের রাজনৈতিক ফায়দা লুটার জন্যই বিজেপি এই ঘটনা ঘটিয়েছে।

অর্বাচীন
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১:১৬ পূর্বাহ্ন

আধিপত্যবাদি মোদির নতুন নাটক।

মাহবুবুর রহমান
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১:১৩ পূর্বাহ্ন

এখনতো পরিস্কার বুঝা যাচ্ছে, শুভেন্দু, মোদিরা মুসলিম নিধনের জন্য এরা নিজেরাই এই ঘটনা ঘটাইয়েছে। তবে এরা যা সকল্প নিয়ে এগুচ্ছে তা বুমেরাং হবে। গাজা আর পাকিস্তান, কাশ্মীর, ভারতের ২০কোটি মুসলিম এবং বাংলাদেশ এক নয়। চীন এই সুযোগটা হাতছাড়া করবে বলে মনে হয় না।

হারুন -অর-রশীদ।
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:৫৬ অপরাহ্ন

পৃথিবীতে কোনো দেশের লোকজন বলে না, খ্রিস্টান স্থান, পৃথিবীতে কোনো দেশের লোকজন বলে না, মুসলিম স্থান, একমাত্র ভারতের সাম্প্রদায়িক লোকজন ভারতকে হিন্দুস্হান বলে নিজেদের চরম সাম্প্রদায়িক চরিত্রের বহিঃপ্রকাশ করে।

akash
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৫:৩১ অপরাহ্ন

শুভেন্দ অধিকারির বক্তব্যতেই পরিষ্কার যে তারা ভারতে গাজার মত মুসলমানদেরকে কচু কাটা করতে চায়। কতটা সন্ত্রাসী চিন্তাভাবনার হলে এইরকম কথা বলে এরা

হাসান
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪:৪৯ অপরাহ্ন

BJP হিন্দু মৌলবাদীরা যা সপ্ন দেখছে তা হতে দিব না। সব হিন্দু মৌলবাদী নয় মোদির মৌলবাদী সপ্নকে আমরা কবর দিব।

Emon
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩:৫৩ অপরাহ্ন

সাম্প্রদায়িক শুভেন্দু অধিকারী'র মন্তব্যে মোদীর মনের কথা প্রকাশ করে দিয়েছে।বিজেপি এখন নির্দিধায় মুসলমান হত্যা করবে,কিন্তু সাবধান! তাতে পাকিস্তান, বাংলাদেশ,আফগানিস্তান বসে আঙ্গুল চুষবেনা।গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হবে,তাতে নিকৃষ্ট হিন্দুস্তানী শাসকদের সকরুণ পরাজয় ঘটবে।রাসুল(দঃ)-র ভবিষ্যৎবানীতে সেটাই বলে গেছেন দেড় হাজার বছর আগে।।

সৈয়দ নজরুল হুদা
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩:৫৩ অপরাহ্ন

এর মাধ্যমে ওয়াকফ বিল জায়েজ করে নিয়েছে। আসলে হিন্দুরা নিজেরাই নিজেদের উপর গুলি করে নাটক সাজাচ্ছে।

Samiran Arku Tapas
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩২ অপরাহ্ন

খুবই দুঃখজনক ঘটনা। তবে এই ঘটনা বিজেপি'র রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে! বিজেপি রাজনৈতিক ভাবে লাভবান হবে।

Harun Rashid
২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩১ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status