ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

আমাদের পানি অথবা তাদের রক্ত সিন্ধু নদে প্রবাহিত হবে: বিলাওয়াল

মানবজমিন ডেস্ক

(৯ ঘন্টা আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১০:৫১ পূর্বাহ্ন

mzamin

পহেলগাম ট্রাজেডিকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান যখন উত্তেজনা তুঙ্গে তখন আরও জ্বালাময়ী ভাষণ দিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। শুক্রবার তিনি বলেন, পাকিস্তানিরা ঐক্যবদ্ধ থাকবে এবং সিন্ধু নদীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসনের তীব্র জবাব দেবে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, সিন্ধু পানি চুক্তি স্থগিত করা ভারতের একতরফা সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি নয়াদিল্লিকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। বলেন- সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। হয় এর ভিতর দিয়ে আমাদের পানি এর মধ্য দিয়ে প্রবাহিত হবে, নয়তো তাদের রক্ত। সুক্কুরে এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

বিলাওয়াল আরও বলেন, সিন্ধু আবারও আক্রমণের মুখে পড়েছে- এবার ভারতের আক্রমণের মুখে। তিনি বলেন, ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে একটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এর জন্য নয়াদিল্লি পাকিস্তানের উপর মিথ্যাভাবে দোষ চাপিয়েছে। পাকিস্তান সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করে। কারণ সন্ত্রাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ পাকিস্তান। তিনি বলেন, নিজের ব্যর্থতা লুকানোর জন্য মোদি পহেলগামের ঘটনা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। পরবর্তীতে সিন্ধুর পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

বিলাওয়াল বলেন, আমরা এখন আবার লড়াই করব। পাকিস্তানের জনগণ সাহসী- আমরা পূর্ণ শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমাদের সশস্ত্র বাহিনী সীমান্তে উপযুক্ত জবাব দেবে। তিনি আরও বলেন, ভারত যদি একদিন সিন্ধুর পানি চুক্তিকে আর স্বীকৃতি না দেয় এবং তা বাস্তবে পরিণত হবে বলে আশা করে, তাহলে তা অগ্রহণযোগ্য। এই ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে বা পাকিস্তানের জনগণ গ্রহণ করবে না। তিনি এই কঠিন সময়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার এবং ভারতকে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান। বিলাওয়াল বলেন, ভারত তার একতরফা সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত নদী রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি নিশ্চিত করেন, ভারতের ইস্যুতে পিপিপি প্রধানমন্ত্রী শেহবাজের পাশে দাঁড়িয়েছে। এ জন্য পিপিপি ১লা মে মিরপুরখাসে একটি বিশাল জনসমাবেশ করবে।

 

পাঠকের মতামত

দুই দেশই বাগাড়ম্বর শুরু করেছে আখেরে ফলাফল শূন্য।

মিলন আজাদ
২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ৩:১৭ অপরাহ্ন

সাবাশ ব্যাটা, বেনজির ভুট্টোর সুযোগ্য সন্তান।

ইতরস্য ইতর
২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১:৩৯ অপরাহ্ন

বিলাওয়াল সাহেবের সাথে একমত, এবং ভারতের আশেপাশের দেশগুলোর উচিৎ, ভারতকে সব দিক থেকে ঘিরে ফেলা, কারণ এই ভারতই তার পাশের সব প্রতিবেশী দেশগুলোতে ফ্যাসিটট সরকার বানাতে সহযোগীতা করেছিল, যা আন্তর্জাতিক ভাবে প্রমাণিত এবং একটি ফ্যাসিসট মহারাণীকে আশ্রয় দিয়ে রেখেছে।

সোহাগ
২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১:৩৭ অপরাহ্ন

Very good speech.No mercy to Mudi and india like Netaneahu and Israel.

A Hayat Choudhury
২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:২৯ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status