বিশ্বজমিন
কাশ্মীর ইস্যুতে মোদির পাশে থাকার প্রতিশ্রুতি কংগ্রেসের
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

ভারত-অধিকৃত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় পাকিস্তানের সঙ্গে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে দেশটির কেন্দ্রীয় সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দিল্লিতে কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৈঠকে কাশ্মীর ইস্যুতে কেন্দ্র সরকারকে পূর্ণ সমর্থন করার কথা সিদ্ধান্তের কথা জানান তিনি। পরে সাংবাদিকদের ব্রিফ করার সময় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, তিনি বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন এবং তাকে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।
বিরোধী দলীয় এই নেতা বলেছেন, এটা দলীয় রাজনীতি করার সময় নয়। এখন সম্মিলিত সংকল্পের সময়, যারা প্রাণ হারিয়েছেন তাদের ন্যায় বিচার নিশ্চিত করার সময়। তিনি যোগ করেন, এই মুহূর্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই সরকারে সঙ্গে একজোট।
মল্লিকার্জুন বলেন, তার দলের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার যেন হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে সমস্ত শক্তি কাজে লাগায়। বৈঠক শেষে নিহতের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন কংগ্রেসের নেতারা।
সূত্র: বিবিসি
পাঠকের মতামত
আমাদের দেশপ্রেম নেই বলেই, যেকোন ক্রাইসেসে আমাদের নেতা-দল একজোট হতে পারেনা বা হতে দেয়না!!