বিশ্বজমিন
যৌনতা বিষয়ক মামলা
মার্কিন র্যাপার শ্যিন কম্বসের জামিন বাতিল
মানবজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১:৫৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের বিখ্যাত হিপ-হপ শিল্পী ও ব্যবসায়ী শন ‘ডিডি’ কম্বসের জামিন আবেদন খারিজ করেছেন ফেডারেল আদালতের বিচারক। তবে তিনি যৌনতা বিষয়ক পাচার ও এ বিষয়ে ফাঁদে ফেলার সবচেয়ে গুরুতর অভিযোগ থেকে খালাস পেয়েছেন। এ বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে তোলপাড় চলছে। কখনো কখনো তা সংবাদ শিরোনাম হচ্ছে। এ নিয়ে অনলাইন বিবিসি বলছে, দুই মাসব্যাপী বিচারকাজ শেষে নিউ ইয়র্কের একটি জুরি বোর্ড ডিডিকে যৌনতা বিষয়ক পাচার ও এ বিষয়ে ফাঁদে ফেলার অভিযোগ থেকে খালাস দিয়েছে। কিন্তুনারীদেরকে দেহব্যবসার জন্য এক স্থান থেকে অন্য স্থানে আনা-নেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছে। এ অপরাধে তার ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং সাজা ঘোষণা করা হবে আগামী ৩রা অক্টোবর।
ডিডির আইনজীবীরা জামিনের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, তিনি পালানোর ঝুঁকিতে নেই এবং ২০১৮ সালের পর থেকে তিনি আর কোনো সহিংসতায় জড়াননি। এমনকি তিনি একটি ‘ডমেস্টিক ভায়োলেন্স রিফর্ম প্রোগ্রামে’ অংশ নিয়েছেন বলেও উল্লেখ করা হয়। কিন্তু বিচারক অরুণ সুব্রমানিয়ান জামিন বাতিল করে বলেন, আসামিপক্ষ নিজেই ব্যক্তিগত সম্পর্কে সহিংসতা স্বীকার করেছে। ফলে তাকে এখনই মুক্তি দেওয়া সমাজের জন্য ঝুঁকিপূর্ণ। সরকার পক্ষে প্রধান সাক্ষী ছিলেন কম্বসের সাবেক প্রেমিকা ক্যাসান্দ্রা ভেনচুরা। তিনি আদালতে ৮ মাসের গর্ভাবস্থায় সাক্ষ্য দেন। তিনি জানান, কম্বস তাকে নানা সময়ে যৌন কাজে বাধ্য করতেন এবং ভিডিও করে রাখতেন। যা তিনি প্রকাশ করার হুমকিও দিতেন।
২০১৬ সালে লস অ্যানজেলেসের একটি হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভেনচুরাকে মারধর ও টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছেন কম্বস। তিনি নিরাপত্তাকর্মীদের সেই ফুটেজ মুছে ফেলতে ঘুষ দেয়ার চেষ্টা করেন। র্যাকেটিয়ারিং বা ফাঁদে ফেলার অভিযোগ অনুযায়ী, প্রমাণ করতে হতো যে কম্বস একটি সংঘবদ্ধ অপরাধ চক্র পরিচালনা করতেন। যাতে সহিংসতা, যৌনতা বিষয়ক পাচার, মাদক ও বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার মতো অপরাধ অন্তর্ভুক্ত ছিল। ডিফেন্সের যুক্তি ছিল, তার কর্মীরা এসব কাজের সাথে সচেতনভাবে যুক্ত ছিলেন না। তাই তা ‘অপরাধ চক্র’ হিসেবে গণ্য করা যায় না। কম্বস এক সময় ছিলেন হিপ-হপ জগতের রাজা। ব্যাড বয় রেকর্ডস প্রতিষ্ঠা করে তিনি নটোরিয়াস বিআইজি উশার-এর মতো শিল্পীদের পরিচিতি এনে দেন। পরে তিনি শ্যিন জন পোশাক ব্র্যান্ড, অ্যালকোহল কোম্পানি ও মিডিয়া ব্যবসায়ও প্রবেশ করেন। কিন্তু আজ তিনি বহু নারী দ্বারা যৌন সহিংসতার একাধিক অভিযোগ মোকাবিলা করছেন।