বিশ্বজমিন
গুপ্তচরবৃত্তির সন্দেহে হাজার হাজার আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান
মানবজমিন ডেস্ক
(৭ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৫:৩৪ অপরাহ্ন

গুপ্তচরবৃত্তির সন্দেহে হাজার হাজার আফগানকে দেশে পাঠিয়েছে ইরান। গত মাসে একে অপরের ওপর হামলা, পাল্টা হামলা চালায় ইরান-ইসরাইল। এতে দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইরান-ইসরাইল সংঘাতে হতাশ হয়ে পড়েছেন ইরানে আশ্রয় নেয়া আফগান নাগরিক এনায়াতুল্লাহ আসগরি। আফগানিস্তানে অস্থিরতা দেখা দেয়ার পর তিনি ইরানে আশ্রয়ে নিয়েছিলেন। তবে ইরানের পরিস্থিতি এখন প্রতিকূল হয়ে পড়েছে। তেহরানের নির্মাণ কেন্দ্রগুলোর কাজ বন্ধ হয়ে গেছে এবং তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। গত কয়েক সপ্তাহে গুপ্তচরবৃত্তির সন্দেহে কয়েক হাজার আফগানকে দেশে ফেরত পাঠিয়েছে ইরান। আসগরি তাদের মধ্যে অন্যতম। পরিবার নিয়ে দীর্ঘ যাত্রা শেষে আফগানিস্তানে পৌঁছাবার পর আসগরি বলেছেন, আফগানিস্তানে থাকার জন্য একটি বাসা ভাড়া পাওয়া খুবই কষ্টসাধ্য, যদি আপনি বাসা পান তবে তার ভাড়া অনেক বেশি। এছাড়া সেখানে কোনো কাজ নেই।
এনায়াতুল্লাহ বলেছেন, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে তিনি কী করবেন তা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েন। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, সংঘাত চলাকালে ইরান প্রতিদিন কমপক্ষে ৩০ হাজার আফগানকে দেশে ফেরত পাঠিয়েছে। মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, আমরা সবসময় ভালো অতিথিয়তার চেষ্টা করেছি তবে জাতীয় নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বের বিষয় এবং স্বাভাবিকভাবেই অবৈধ নাগরিকদের দেশে ফেরত যেতে হবে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি আফগান সরকার। ইরানি কর্তৃপক্ষ ধারণা করছে, ২০২২ সাল থেকে প্রায় ২০ লাখ ৬০ হাজার আফগান নাগরিক ইরানে বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করছিলো।
সূত্র: রয়টার্স