বিশ্বজমিন
বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার মিয়ানমারের টিকটক জ্যোতিষী
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ৮:২৬ অপরাহ্ন

জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে মিয়ানমারের টিকটক জোত্যিষীকে। ২১ বছর বয়সী ওই কন্টেন্ট ক্রিয়েটরের নাম জন মোই থি। ৯ এপ্রিল তিনি তার টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে বলেন, ২১ এপ্রিল মিয়ানমারে বড় মাপের ভূমিকম্প হবে। তিনি সতর্ক করে বলেন, ওই ভূমিকম্প মিয়ানমারের প্রত্যেকটা শহরে আঘাত হানবে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। উল্লেখ্য, থি’র ভিডিওতে প্রায় ৩০ লাখের বেশি ভিউ হয়েছে। ভিডিওটির ক্যাপশনে তিনি আরও সতর্কবার্তা দেন। বলেন, সবার উচিত দিনের বেলা উঁচু ভবনে না থাকা। থি’র ভবিষ্যদ্বাণী করার ঠিক দুই সপ্তাহ আগে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে মিয়ানমার। এতে প্রাণ হারান ৩ হাজার ৫০০ জন। মান্দালয় ও সাংহাই অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। এছাড়া ওই ভূমিকম্প ব্যাংকক থেকে ১ হাজার কিলোমিটার দূরেও অনুভূত হয়। সেখানে একটি ভবন কনস্ট্রাকশন সাইটে ভেঙ্গে পড়ে। এতে নিহত হন কয়েক ডজন।
এদিকে ভূমিকম্পের তীব্রতায় আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আবেদন করে মিয়ানমারের সামরিক সরকার। ভূমিকম্পের ভয়াবহতায় মিয়ানমারের অধিবাসীদের মধ্যে আতঙ্ক কাজ করছে। সেই সুযোগ কাজে লাগিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ান ওই কন্টেন্ট ক্রিয়েটর। যদিও তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর আগেই তার ভবিষ্যদ্বাণী জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। ইয়োঙ্গানের এক বাসিন্দা বলেন, তার আশেপাশে অনেকেই ওই ভিডিও বিশ্বাস করেন। এর পরিপ্রেক্ষিতে তারা ২১ এপ্রিল ঘরের বাইরে ক্যাম্প করে সেখানে অবস্থান করেন। এ বিষয়ে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পূর্বাভাস দেয়া যায় না। বিবিসি’র তথ্য অনুযায়ী, মিয়ানমারের সাইগাং এ তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ‘থি’ কে গ্রেপ্তার করা হয়। তার টিকটক অ্যাকাউন্টে ৩ লাখের বেশি ফলোয়ার আছেন। অভিযানের পর থেকে অবশ্য ওই অ্যাকাউন্টটি আর টিকটক প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে না। থি’র বিতর্কিত ভবিষ্যদ্বাণীর মধ্যে আছে- ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ও ক্ষমতাচ্যুত নেত্রী অং সাং সুচির সম্ভাব্য মুক্তির দাবি।