ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ইলন মাস্ক মার্কিন সরকারে কতো খরচ কমালেন!

মানবজমিন ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, রবিবার
mzamin

যুক্তরাষ্ট্রে সরকারি ব্যয় কমানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডজ)। এর দায়িত্বে আছেন বিলিয়নিয়ার ইলন মাস্ক। তিনি দাবি করেছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তারা সপ্তাহে গড়ে ১০০০ কোটি ডলারেরও বেশি সাশ্রয় করেছে। ট্রাম্প ২৩শে এপ্রিল ইলন মাস্কের মাধ্যমে খরচ কমানোর অভিযান সম্পর্কে বলেন, আমরা প্রায় ২০,০০০ কোটি ডলারের কথা বলছি এবং দ্রুত বৃদ্ধি পাওয়ার কথা বলছি। ডজের ওয়েবসাইট বলছে, তারা পূর্ববর্তী প্রশাসনের করা বিভিন্ন চুক্তি, অনুদান এবং লিজ বাতিল করার পাশাপাশি জালিয়াতি মোকাবিলা এবং সরকারি কর্মী সংখ্যা হ্রাস করার ওপর মনোযোগ দিচ্ছে। এসব নিয়ে বিবিসি যাচাই করেছে তাদের সবচেয়ে বড় সঞ্চয়, পরিসংখ্যান। কথা বলেছে বিশেষজ্ঞদের সঙ্গে। এরপর বিবিসি বলেছে, আমাদের বিশ্লেষণে দেখা গেছে কিছু বিশাল সংখ্যার পেছনে ডজ’কে সমর্থন করার জন্য প্রমাণের অভাব রয়েছে। অক্টোবরে ইলন মাস্ক ফেডারেল সরকারের বাজেট থেকে ‘কমপক্ষে ২ ট্রিলিয়ন ডলার’ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে তিনি এই লক্ষ্যমাত্রা অর্ধেক করে দেন। ১০ই এপ্রিল ২০২৬ সালের পরবর্তী আর্থিক বছরের শেষ নাগাদ ‘জালিয়াতি এবং অপচয় কমানোর’ মাধ্যমে ১৫০০০ কোটি ডলার সাশ্রয়ের কথা বলেন। গত অর্থবছরে মার্কিন ফেডারেল বাজেট ছিল ৬.৭৫ ট্রিলিয়ন ডলার। ডজ তার ওয়েবসাইটে আনুমানিক সঞ্চয়ের মোট হিসাব প্রকাশ করেন। ২০শে এপ্রিল শেষবার সাইটটি আপডেট করা হয়েছে। তখন এই সঞ্চয়ের পরিমাণ ছিল ১৬,০০০ কোটি ডলার। বিবিসি লিখেছে, মার্কিন গণমাধ্যম কিছু হিসাবরক্ষণ ত্রুটিও তুলে ধরেছে। এর মধ্যে ডজ ভুল করে দাবি করেছে, একটি অভিবাসন চুক্তি বাতিল করে ৮০০ কোটি ডলার সাশ্রয় করা হয়েছে। ডজ বলেছে, তারা ‘সহজ এবং স্বচ্ছভাবে’ সমস্ত রসিদ আপলোড করার জন্য কাজ করছে এবং ২০শে এপ্রিল পর্যন্ত তারা ‘মোট সঞ্চয়ের শতকরা প্রায় ৩০ ভাগ’ রসিদ পোস্ট করেছে। 

সবচেয়ে বড় সঞ্চয়ের পেছনে প্রমাণ কী?
বিবিসি ভেরিফাই ডজ ওয়েবসাইটে তালিকাভুক্ত চারটি বৃহত্তম সঞ্চয় পরীক্ষা করেছে, যার রসিদ সংযুক্ত ছিল। দাবি করা হয়েছে যে, এগুলোর পরিমাণ ৮.৩ বিলিয়ন ডলার। কিন্তু প্রাপ্ত প্রমাণ পরীক্ষা করার পর এবং ফেডারেল চুক্তির সঙ্গে পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর এই সংখ্যাটি অতিরঞ্জিত বলে মনে হচ্ছে। তিনটি সাশ্রয়ের জন্য ডজ ফেডারেল প্রকিউরমেন্ট ডেটা সিস্টেম (এফপিডিএস)-এর নথিগুলোর সঙ্গে লিঙ্ক করে। এটি একটি ডাটাবেজ, যা মার্কিন সরকারের প্রদত্ত চুক্তি রেকর্ড করে। নথিগুলোতে একটি চুক্তির শুরু এবং শেষ তারিখ, সরকার সর্বোচ্চ কতো টাকা ব্যয় করতে সম্মত হয়েছে এবং এর কতো টাকা ব্যয় করা হয়েছে- তা দেখানো হয়েছে। এফপিডিএস ডাটাবেজ তৈরিতে সাহায্যকারী ফেডারেল চুক্তি বিশেষজ্ঞ ডেভিড ড্রাবকিন বলেন, তালিকাভুক্ত সর্বোচ্চ সংখ্যাটি সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। তিনি বলেন, চুক্তি সম্পন্ন হওয়া এবং চুক্তির কার্যক্রম রেকর্ড করার কিছু সময় পর্যন্ত এফপিডিএস প্রদত্ত মূল্য প্রতিফলিত করে না। উদাহরণ দিয়ে তিনি বলেন, যখন কোনো ভ্যাকসিনের গবেষণা এবং তার ডেভেলপমেন্টের কথা আসে, তখন কেউই আসলে জানে না যে এর জন্য কতো খরচ হবে। তাই যখন কোনো মূল্য নির্ধারণ করা হয়, তখন এটি একটি নির্দিষ্ট মূল্য নয় বরং একটি ঊর্ধ্বসীমা। তাই যদি ডজ সর্বোচ্চ সংখ্যা গণনা করে, তাহলে তা দেশের বার্ষিক ব্যয় থেকে সরাসরি সঞ্চয়ের পরিবর্তে কয়েক বছরের জন্য প্রক্ষেপিত ব্যয়ের প্রতিনিধিত্ব করতে পারে। 

ডজের বৃহত্তম তালিকাভুক্ত ব্যক্তিগত সঞ্চয় হলো ২.৯ বিলিয়ন ডলার। এটি টেক্সাসে ৩,০০০ পর্যন্ত সঙ্গীহীন অভিবাসী শিশুর থাকার জন্য একটি সুবিধার জন্য চুক্তি বাতিলের মাধ্যমে এসেছে। ওই চুক্তিটি শুরু হয়েছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে ২০২৩ সালে। বিবিসি লিখেছে, মনে হচ্ছে ডজ ২০২৮ সাল পর্যন্ত ‘মোট চুক্তি মূল্য’ নিয়েছে- তালিকাভুক্ত শেষ তারিখ এবং এখন পর্যন্ত ব্যয় করা পরিমাণ বিয়োগ করে ২.৯ বিলিয়ন ডলারের অঙ্কটি পেয়েছে। কিন্তু চুক্তিটি প্রতি বছর পর্যালোচনা করা হতো। এই চুক্তির সঙ্গে পরিচিত একটি সূত্র বলেছে, প্রকৃত ব্যয় নির্ভর করে কতোজন শিশুকে ওই সুবিধার অধীনে রাখা হয়েছিল এবং তাদের প্রয়োজনীয় পরিষেবার ওপর।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status