ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ২৫, আহত ৭৫০

মানবজমিন ডেস্ক

(১০ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ৯:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:০৬ অপরাহ্ন

mzamin

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। শনিবার বন্দরটির বিস্তীর্ণ শহীদ রাজাই অংশে বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আহতের সংখ্যা ৭০০ ছড়িয়ে গেছে। এ খবর দিয়েছে আল জাজিরা ও তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। 

এতে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসকান্দর মোমেনি জানিয়েছেন, বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ৫ জন থেকে বেড়ে ২৫ জন হয়েছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। যাদের মধ্যে ২১২ জনকে হাসপাতালের বহির্বিভাগে জরুরি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বাকিদের হরমুজগান এবং পার্শ্ববর্তী প্রদেশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসকান্দর।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফায়ারসার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

ইসকান্দর মোমেনি জোর দিয়ে বলেছেন যে, রাজধানী তেহরানসহ অন্যান্য শহর থেকে সকল সরঞ্জাম বন্দর আব্বাসে পাঠানো হয়েছে।  আশা করা হচ্ছে যে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। ভয়াবহ এই বিস্ফোরণে যারা হতাহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে এক্সে পোস্ট করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি এই ঘটনার কারণ খুঁজে বের করতেও বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি। এ বিষয়গুলো তদারকি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষ দায়িত্বপালন করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট। বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে বিশেষ দল গঠনে ইসকান্দর মোমিনেকে বিশেষ তাগাদা দিয়েছেন তিনি। এর আগে এক নির্দেশনায় ইরানের কাস্টমস প্রশাসন সকল কাস্টমস অফিসকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্দর আব্বাসের শহীদ রাজাই কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

 

পাঠকের মতামত

ইসরাইলের হাত থাকতে পারে। বিস্তারিত তদন্ত হওয়া দরকার।

Md Nurul Amin
২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১২:২১ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status