বিশ্বজমিন
কানাডায় গাড়ি হামলা, একাধিক হতাহতের শঙ্কা
মানবজমিন ডেস্ক
(১৬ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

কানাডার ভ্যাঙ্কুভার শহরের একটি উৎসবমুখর রাস্তায় গাড়ি হামলা চালানো হয়েছে। এতে একাধিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, শনিবার রাতে ফিলিপিনো ঐতিহ্য উদযাপনকালে একটি গাড়ি জনতার ভিড়ের মধ্যে চালিত হয়। যাতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশ বিভাগের এক্সের এক পোস্টে বলা হয়েছে, ওই ঘটনায় একাধিক ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। উৎসবমুখর জনতার ওপর গাড়ি উঠিয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে। তবে হতাহতের সঠিক সংখ্যা জানানো হয়নি। ইতিমধ্যেই গাড়ি চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। এক্সের পোস্টে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি হতাহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং ঘটনাটিকে ‘ভয়ঙ্কর’ বলে অভিহিত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, আমি নিহত ও আহতদের প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা সকলেই আপনাদের সঙ্গে শোকাহত। ভ্যাঙ্কুভারের মেয়রও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ও দমকল বিভাগের গাড়ি দাঁড়িয়ে আছে। মাটিতে পড়ে আছেন হতাহত ব্যক্তিরা।