বিশ্বজমিন
ইয়েমেনে শিশুসহ অনাহারে ১ কোটি ৭০ লাখ মানুষ: জাতিসংঘ
মানবজমিন ডেস্ক
(১৬ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৪ অপরাহ্ন

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনে ১ কোটি ৭০ লাখ মানুষ অনাহারে আছেন। এর মধ্যে কমপক্ষে ১০ লাখ শিশু। যাদের বয়স ৫ বছরের নিচে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান টম ফ্লেচার। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি বলেছেন, ২০২৩ সালের শেষের দিক থেকে ইয়েমেনে খাদ্য সংকট তীব্র হয়েছে। সেপ্টেম্বরে ওই সংখ্যা ১ কোটি ৮০ লাখে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এছাড়া আগামী বছর ক্ষুধার্ত শিশুর সংখ্যা ১ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে বলেও সতর্ক করেছেন টম ফ্লেচার। এতে অনেকে দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন।
টম বলেছেন, মানবিক সহায়তার জন্য বিশ্বব্যাপী তহবিল হ্রাস পাচ্ছে। অর্থাৎ ত্রাণ সহায়তা হ্রাস পাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের মানবিক সহায়তার আবেদন করা হলেও জাতিসংঘের নিকট থেকে মাত্র ২২২ মিলিয়ন ডলারের সহায়তা পাওয়া গেছে। যা মাত্র ৯ শতাংশ।
উল্লেখ্য, ইয়েমেনে ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। যখন ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সৌদি আরবে নির্বাসন দেয়া হয়। সরকার পুনরুদ্ধারের চেষ্টায় ২০১৫ সাল থেকে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে ওই যুদ্ধ ইয়েমেনে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। এতে কমপক্ষে ১ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। ইয়েমেনের জন্য জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ বলেছেন, এই সপ্তাহে লোহিত সাগরে দুই বার বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। সাত মাস পর এমন ঘটনার পুনরাবৃত্তি হলো। হুতিদের তরফে বলা হয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালাবে তারা।
সূত্র: এপি