বিশ্বজমিন
কুয়ালালামপুরে রুশ-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
মানবজমিন ডেস্ক
(১৪ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৮:২০ অপরাহ্ন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার ওই বৈঠক করলেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক যুদ্ধের মধ্যে এ বৈঠক বেশ গুরুত্বপূণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এই বৈঠকের মধ্যেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। বৈঠকে এ নিয়ে হতাশা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার খোলামেলা আলোচনা হয়েছে বলে জানান তিনি। বলেন, এটা একটা খোলামেলা আলোচনা ছিল। তবে বেশ গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে মোট ৫০ মিনিট আলোচনা হয়েছে। ল্যাভরভের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য পৌঁছে দিয়েছেন রুবিও।
এর আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় মস্কোর পক্ষ থেকে কোনো ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়নি। ইউক্রেনে সম্প্রতি মস্কোর হামলা জোরদার হওয়ার পর দুই দেশের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। যুদ্ধের পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদক্ষেপ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। কুয়ালালামপুরের বৈঠকে উভয় পক্ষই নিজেদের অবস্থান নিয়ে কথা বলেন। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে রোড ম্যাপের ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠক চালাকালীন সময়ের মধ্যেই বৃহস্পতিবার ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া ১৮টি ক্ষেপণাস্ত্র ও চারশতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে হামলাগুলো চালাচ্ছে মস্কো। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভকে লক্ষ্য করে এত ড্রোন হামলা চালানো হয়নি যা এখন শুরু হয়েছে।