ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

মালয়েশিয়া সুন্দরীকে যৌন হেনস্থার অভিযোগ ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে

মানবজমিন ডেস্ক

(১ দিন আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

mzamin

মালয়েশিয়ায় এক ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগকারী হলেন মিস গ্র্যান্ড মালয়েশিয়া ২০২১ বিজয়িনী এবং অভিনেত্রী লিশালিনী কানারান। তিনি দাবি করেছেন- ওই পুরোহিত আর্শীবাদের নাম করে তার শরীরের স্পর্শকাতর অংশে স্পর্শ করেছেন এবং অশালীনভাবে আচরণ করেছেন। 

মালয়েশিয়ার সেপাং জেলার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। মন্দিরের নিয়মিত পুরোহিত বিদেশে থাকায় অস্থায়ীভাবে মন্দিরে পূজা পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে ২১ জুন সেপাংয়ের মারিয়ামান মন্দিরে। এ স্থানটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুব দূরে নয়। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস।

দুই দিন আগে ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে লিশালিনী জানান, আমি নতুন। সব রীতি-নীতির ব্যাপারে ঠিক জানি না। তাই ওই পুরোহিত আমাকে সাহায্য করতেন। আমি কৃতজ্ঞও ছিলাম। সেই দিন আমি একাই গিয়েছিলাম তার কাছে। তখন মা ছিলেন ভারতে। আমি যখন প্রার্থনা করছিলাম, তিনি এসে বললেন তার কাছে পবিত্র জল আছে। আর আমার জন্য আশীর্বাদের ‘প্রোটেকশন স্ট্রিং’ বাঁধবেন। লিশালিনী বলেন, এই কথার পরই পুরোহিত তার খুব কাছে চলে যান এবং আর্শীবাদের অজুহাতে আমার ব্লাউজের ভেতরে হাত ঢুকিয়ে দেন। তিনি বলেন, এতটা হতবাক হয়ে গিয়েছিলাম যে প্রথমে প্রতিক্রিয়া দিতে পারিনি।

ঘটনার পরে তিনি বিষয়টি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এবং মালয়েশিয়ান পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেপাং জেলা পুলিশ প্রধান এ.সি.পি নোরহিজাম বাহামান মালয় মেইলকে বলেন, অভিযুক্ত পুরোহিত পলাতক। তার সন্ধানে চলছে পুলিশের তল্লাশি অভিযান।

পুলিশ জানিয়েছে, পুরোহিত ভারতে এসেছেন অস্থায়ীভাবে পূজার দায়িত্ব পালনের জন্য এবং ঘটনার পর থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও অশালীন আচরণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ওদিকে, লিশালিনীর সাহসিকতার প্রশংসা করেছেন মালয়েশিয়া ও ভারতের অনেক মানুষ। অনেকে লিখেছেন, ধর্মীয় স্থানেও নারীরা এখন নিরাপদ নয়- এই ঘটনা তারই প্রমাণ। কেউ কেউ আবার ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ও জবাবদিহিতার দাবিও তুলেছেন।
 

পাঠকের মতামত

M Eliash Malik মোল্লারা কারা আমাকে একটু বিস্তারিত জানাবেন আর মোল্লা অর্থ কি একটু বলবেন কি?

আনোয়ার হসেন
১১ জুলাই ২০২৫, শুক্রবার, ১১:৫৩ পূর্বাহ্ন

ইন্ডিয়ায় এটা স্বাভাবিক ঘটনা।

shohidullah
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৮:৪৫ অপরাহ্ন

মানতে কষ্ট হলেও ইহা সত্য। মোল্লা আর পুরোহিতে কোনো ফারাক নাই । এরা শয়তানের নাজির । নারী কিংবা শিশু কেউ নিরাপদ না এই নির্লজ্জ ধর্ম ব্যবসায়ীদের কাছে । আফসোস । বিরাট আফসোস ।

M Eliash Malik
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৮:৩৯ অপরাহ্ন

মোল্লা পুরোহিতদের নজর খারাপ দিকে বেশী।

মিলন আজাদ
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৬:৪২ অপরাহ্ন

আর হ্যাঁ এটাই আসল ভারতীয়দের রুপ

জয়
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৪:৫৩ অপরাহ্ন

This is India!

Kabir
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২:৩৭ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

১০

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status