বিশ্বজমিন
পিতার হাতে মেয়ে খুন
মানবজমিন ডেস্ক
(১১ ঘন্টা আগে) ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৪৮ অপরাহ্ন

মিউজিক ভিডিওতে অংশ নেয়ায় টেনিস খেলোয়ার মেয়েকে খুন করেছেন এক পিতা। নিহত মেয়েটির নাম রাধিকা যাদব। বয়স ২৫। তার পিতা দীপক যাদব। তারা উভয়ই ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ের বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গুরগাঁওয়ের বাসায় রান্নাঘরে মেয়েকে পেছন দিক থেকে গুলি করেন দীপক। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের তরফে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপক নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, মেয়ের আর্থিক স্বাধীনতা, সামাজিক মাধ্যমে সক্রিয়তা এবং একটি মিউজিক ভিডিওতে অংশ নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। দীপক আরও বলেন, গ্রামে গেলে অনেকে বলত, আমি মেয়ের উপার্জনে চলি। কেউ কেউ মেয়ের চরিত্র নিয়েও কুৎসা রটাত। আমি বলেছিলাম টেনিস অ্যাকাডেমি বন্ধ করতে, কিন্তু সে রাজি হয়নি।
রাধিকা ছিলেন ভারতে জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড়। সম্প্রতি কাঁধে আঘাত পেয়ে খেলা থেকে সাময়িক বিরতিতে ছিলেন তিনি। পাশাপাশি স্থানীয় একটি টেনিস একাডেমি চালাতেন। সম্প্রতি একটি মিউজিক ভিডিওতেও অংশ নেয়া নিয়ে পিতার সঙ্গে তার মতানেক্য তৈরি হয়। যা নিয়ে পরিবারের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
গুলির শব্দ শুনে নিচতলায় থাকা রাধিকার কাকা কুলদীপ যাদব দৌড়ে এসে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পাশে ছিল খুনে ব্যবহৃত রিভলভারটি। তিনিই থানায় অভিযোগ দায়ের করেন। রাধিকাকে গুলি করার সময় বাড়িতে তার মা মঞ্জু যাদব উপস্থিত থাকলেও তিনি কোনো লিখিত বক্তব্য দিতে রাজি হননি। তিনি জানান, শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি নিজ ঘরে ছিলেন। পুলিশ জানিয়েছে, দীপক যাদবকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যার অভিযোগে মামলাটি তদন্ত চলছে।