বিশ্বজমিন
প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থনে জেল হতে পারে বৃটেনের শিক্ষার্থীদের
মানবজমিন ডেস্ক
(১৪ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০৫ অপরাহ্ন

ফিলিস্তিনিপন্থী গোষ্ঠী ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সমর্থনের দায়ে জেল যেতে পারেন বৃটেনের শিক্ষার্থীরা। সম্প্রতি বৃটেনের তরফে এমন ঘোষণা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়েছে, এই মাসের শুরুতে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়া হয়। গোষ্ঠীটির কর্মীদের ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে ভাঙচুরের পর এমন ঘোষণা দেয়া হয়েছে।
সোমবার ওয়েস্ট মিনিস্টারে একটি বিক্ষোভে সমর্থন করার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের হাতে ‘আমি গণহত্যার বিরুদ্ধে,আমি প্যালেস্টেনিয়ান অ্যাকশনকে সমর্থন করি’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের সমর্থনে বৃটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়েক দফা বিক্ষোভ হয়েছে।
বৃটেনে নিষিদ্ধ গোষ্ঠীকে সমর্থন বা এর সদস্য হলে সেক্ষেত্রে ১৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। একটি চিঠিতে বৃটেনের বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ভিভিয়েন স্টার্ন বলেছেন, প্যালেস্টাইন অ্যাকশন দীর্ঘদিন ধরে সুপরিকল্পিত কৌশলে প্রতিবাদের আড়ালে শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর সঙ্গে সম্পৃক্ত।