বিশ্বজমিন
বিদেশিদের বিশাল সুখবর দিল সৌদি সরকার, চাইলেই কেনা যাবে সম্পত্তি
মানবজমিন ডেস্ক
(১৭ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

বিদেশিদের জন্য বিশাল সুখবর দিয়েছে সৌদি আরবের সরকার। তারা চাইলেই নির্দিষ্ট কিছু এলাকার সম্পত্তি কিনতে পারবেন। দেশটির সরকার নতুন একটি আইন পাস করেছে। যেখানে প্রবাসীদের জন্য একাধিক রাজ্যে সম্পত্তি কেনার অনুমোদন দেয়া হয়েছে। তবে আইনটি কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে। বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আকর্ষণ করতে এই উদ্যোগ নিয়েছে সৌদি আরব।
এ খবর দিয়ে অনলাইন গাল্ফ নিউজ বলছে, এই সিদ্ধান্ত সৌদি আরবের অর্থনীতিকে আরও উন্মুক্ত ও বিনিয়োগবান্ধব করার অংশ, যা ভিশন ২০৩০-এর আওতায় নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে কয়েকটি রাজ্যে এই অনুমোদন দেয়া হবে। বিদেশি নাগরিক, প্রবাসী ও বিদেশি কোম্পানি অর্থাৎ সৌদি নাগরিক না হলেও কেউ চাইলে সম্পত্তি কিনতে পারবেন। তবে এটি নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে। এই অঞ্চলগুলোর পূর্ণাঙ্গ তালিকা এখনো চূড়ান্ত হয়নি।
যে যে রাজ্যে সম্পত্তি কেনা যাবে তার কয়েকটির নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদ ও জেদ্দা। এর বাইরে আরও কিছু রাজ্যের ক্ষেত্রেও এ বিষয়ে চিন্তা ভাবনা চলছে। তবে তা এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি। তবে মক্কা ও মদিনা- এই দুই পবিত্র শহরের ক্ষেত্রে বিশেষ নিয়ম ও সীমাবদ্ধতা থাকবে। এখানে সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে অনুমতি লাগতে পারে।
২০২৬ সালের জানুয়ারি থেকে সৌদিতে সম্পত্তি কেনার অনুমতি পাবে বিদেশিরা। তবে এর আগে ইসতিতা (Istitaa) নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে বিস্তারিত নিয়মাবলি ও অঞ্চলভিত্তিক তালিকা প্রকাশ করবে সরকার। সেখানে সকলে তাদের মতামত দিতে পারবে। আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার চাহিদা মেটানোসহ সৌদি নাগরিকদের স্বার্থ রক্ষার জন্য নতুন এ আইন করেছে দেশটির সরকার। এর মাধ্যমে রিয়েল এস্টেট ও নির্মাণ খাত, ব্যাংক ও হাউজিং লোন কোম্পানি, সিমেন্ট, অবকাঠামো ব্যবসার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এই ঘোষণার পরপরই সৌদি স্টক মার্কেট- তাদাউলে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর শেয়ারের দাম ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও দোহায় বিদেশিদের জন্য সম্পত্তি কেনার সুযোগ দেয়া হয়। এতে তারা বিশাল বিদেশি বিনিয়োগ অর্জন করেছে। এখন সে পথেই হাঁটছে সৌদি আরব। রিয়াদ ও জেদ্দার মতো শহরগুলোকে বিনিয়োগকারীদের হটস্পট তৈরিতে কাজ করছে তারা। বলা হচ্ছে, প্রবাসীদের জন্য এটি হতে পারে এক সুবর্ণ সুযোগ। সৌদি আরবে শুধু থাকা নয় বরং সম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও এই সুযোগ নতুন মাত্রা যোগ করবে।