বিশ্বজমিন
ফের কাশ্মীর সীমান্তে গোলাগুলি
মানবজমিন ডেস্ক
(১৫ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উত্তেজনা এখন তুঙ্গে। উভয় দেশই পাল্টাপাল্টি পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে কাশ্মীর সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। উভয় দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, এনিয়ে টানা তিনরাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। এ বিষয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে একতরফা দোষ দিলেও এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসলামাবদ। এনডিটিভি বলছে, পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। পাকিস্তানি সেনা ও ভারতীয় সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে। সংবাদমাধ্যমটির দাবি, পাকিস্তানি সেনারা নিয়মিতভাবেই নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গতকাল রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ছোট অস্ত্রের উস্কানিমূলক গুলিবর্ষণের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ২৬ ও ২৭ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানের সেনা পোস্টগুলো তুতমারিগালি এবং রামপুর সেক্টরের বিপরীতে কোনো উস্কানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। আমাদের সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।