বিশ্বজমিন
ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে আলোচনায় বসার আহ্বান বিলাওয়ালের
মানবজমিন ডেস্ক
(১৬ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে চলমান উত্তেজনা নিরসনে উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক ওই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসলামাবাদের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেয়া হলেও তা প্রত্যাখ্যান করেছে দিল্লি। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার পটভূমিতে এই মন্তব্য করেছেন পিপিপি প্রধান। গত মঙ্গলবার পহেলগাঁওয়ের ওই হামলায় এক নেপালি পর্যটকসহ মোট ২৬ জন নিহত হয়েছেন। ভারতের অভিযোগ, কাশ্মীরে সন্ত্রাসী হামলার মদদদাতা পাকিস্তান। যদিও বারবার দিল্লির এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। ওই ঘটনার পর পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করেছে ভারত। পাশাপাশি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবন্টন চুক্তি অনির্দিষ্টিকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে তারা। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও একইরকম কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে এবং ভারতীয় বিমান সংস্থগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দুর্ভাগ্যজনক এই হামলার নিন্দা জানিয়ে ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে পরিণত হতে পারে। এমন পরিস্থিতিতে দুই দেশকেই সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতারেস। এর আগে শুক্রবার সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের উদ্দেশ্যে কঠোর বার্তা দেন বিলাওয়াল। বলেছেন, সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। হয় এর ভিতর দিয়ে আমাদের পানি প্রবাহিত হবে, নয়তো তাদের রক্ত। সুক্কুরে এক জনসমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের ওই রাজনীতিবিদ।