বিশ্বজমিন
ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধ করলো স্প্যানিশ স্টিল কোম্পানি
মানবজমিন ডেস্ক
(১৯ ঘন্টা আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২০ পূর্বাহ্ন

ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে স্পেনের স্টিল উৎপাদনকারী কোম্পানি সিডেনর। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ওই তথ্য নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়েছে, গত বছর আয়ারল্যান্ডের প্রকাশনা সংস্থা দ্য ডিচ বলেছে, দশ মাসে ইসরাইলি অস্ত্র প্রস্তুতকারি কোম্পানি আইএমআই সিস্টেমের কাছে ১ হাজার ২০৭ টনের স্টিলের বার বিক্রি করেছে সিডেনর। ইউরোপের বৃহত্তম বিশেষায়িত ইস্পাত প্রস্তুতকারকদের মধ্যে একটি হলো সিডেনর। স্পেনের গণমাধ্যম ক্যাদেনা সের জানিয়েছে, ওই সিদ্ধান্তের ফলে খুব সামান্যই আর্থিক ক্ষতি হবে। কারণ ইসরাইল থেকে সিডেনরের মোট বিক্রির মাত্র ০.৫ শতাংশ আসে। সিডেনর জানিয়েছে, ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত স্পেনের সরকারের আহ্বানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ স্প্যানিশ সরকার ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে কোম্পানিগুলোকে উৎসাহ দিচ্ছে। স্পেনের সরকারের তরফে বলা হয়েছে, গাজায় ইসরাইলের আক্রমণ শুরুর পর থেকে দেশটি ইসরাইলের সঙ্গে সকল প্রকার অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। তবে কিছু প্রতিবেদন থেকে জানা গেছে, কয়েকটি চুক্তি এখনও চালু আছে। উল্লেখ্য, গাজায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের সোচ্চার দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। গত বছর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে স্পেন। এছাড়া ইসরাইলের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে ব্যর্থ হওয়ায় গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
পাঠকের মতামত
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ অফুরন্ত ধন্যবাদ তোমাদেরকে। বর্তমান বিশ্ব নাজুক পরিস্থিতি প্রেক্ষাপটে মানবতার মাপকাঠিতে সর্বোচ্চ স্থান তোমাদের ও তোমাদের প্রধানমন্ত্রী পাদ্রো সানচেজের। তোমাদের মতো এমন করে কেউ বলেনি আজ পর্যন্ত কোন মুসলিম
ধন্যবাদ সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রত্যেক ইউরোপীয় ইউনিয়ন এর দেশকে অনুরোধ করব সবাই ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধ করুন।