ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

পারমাণবিক ইস্যুতে আইএইএ’কে সহযোগিতা বন্ধ করলো ইরান

মানবজমিন ডেস্ক

(১৮ ঘন্টা আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৭:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২০ পূর্বাহ্ন

mzamin

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করা সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে আইএইএকে আর কোনো সহযোগিতা করবে না ইরান। এমনিতেই গত মাসে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান ও জাতিসংঘের এই সংস্থার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বুধবার ইরানের রাষ্ট্রীয় টিভিতে বলা হয়,  আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করা সংক্রান্ত আইন কার্যকর করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ১৩ই জুন আকস্মিকভাবে ইরানে হামলা করে ইসরাইল। এরপর যুক্তরাষ্ট্র তাতে যুক্ত হয়। এসব হামলার কথা উল্লেখ করে এক সপ্তাহ আগে আইএইএ’র সঙ্গে সহযোগিতা বন্ধ করা সংক্রান্ত বিল দেশটির পার্লামেন্ট পাস করে। পার্লামেন্টের রেজ্যুলুশন অনুযায়ী, ইরানের সুপ্রিম জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন ছাড়া পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে পারবেন না আইএইএ’র পরিদর্শকরা। এ বিষয়ে আইএইএ বলেছেন, এ সম্পর্কে আমরা অবহিত। ইরান থেকে পরবর্তী অফিসিয়াল তথ্যের জন্য অপেক্ষা করছে আইএইএ। এ সপ্তাহের শুরুর দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আইএইএর প্রধান রাফায়েল গ্রোসিকে ইরানে স্বাগত জানানো হবে না বলে জানিয়ে দেন। এর কারণ, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন তিনি। এ জন্য তার কড়া সমালোচনা করেছেন ইরানি নেতারা। একই সঙ্গে ১২ই জুন আইএইএ পরিচালনা পরিষদ তেহরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করে। তাতে বলা হয়, পারমাণবিক বাধ্যবাধকতা মানছে না তেহরান। এর সমালোচনা করে ইরানি কর্মকর্তারা বলেন, ১৩ই জুন শুরু হওয়া ইসরাইলি হামলায় অজুহাত হিসেবে ব্যবহার করা হয় ওই রেজ্যুলুশন।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

১০

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান/ সকল বিকল্প উন্মুক্ত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status