বিশ্বজমিন
গোপনে টয়লেটে নারীর ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার
মানবজমিন ডেস্ক
(২১ ঘন্টা আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

ব্যাঙ্গালোরে একটি ইনফোসিস অফিসে কর্মরত প্রযুক্তি বিষয়ক এক কর্মীকে অফিসের মহিলা টয়লেটে গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম নাগেশ স্বপ্নিল মালি। তিনি ইনফোসিসে সিনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মরত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। প্রাথমিক তথ্য অনুযায়ী, এক নারীকর্মী সোমবার অফিসের টয়লেট ব্যবহার করার সময় পাশের কিউবিকল থেকে সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন। পরে তিনি আবিষ্কার করেন যে, নাগেশ তার মোবাইল ফোন দিয়ে গোপনে ভিডিও করছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে সতর্কতা জারি করেন। অন্য কর্মীরা ছুটে এসে মালি’কে ধরে ফেলেন। পরে তার মোবাইল ফোনে ওই ভিডিও পাওয়া যায়। ইনফোসিসের মানবসম্পদ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ওই নারীর সম্মতিতে তা মুছে ফেলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এটি হয়তো একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। সন্দেহ করা হচ্ছে, অভিযুক্ত আরও মহিলার ভিডিও গোপনে ধারণ করে থাকতে পারে। তার মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাতে মুছে ফেলা কনটেন্ট পুনরুদ্ধারের চেষ্টা চলছে এবং পূর্বের কোনো অপরাধের প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এই ঘটনার পর ইনফোসিস কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং কর্মী যাচাই ও অফিস প্রাঙ্গণে নজরদারির বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখার দাবি উঠছে।
পাঠকের মতামত
যত্তসব যৌন কেলেঙ্কারির স্থান হিন্দুস্তান (সারে জামিন সে আচ্ছা), কন্যা-কুমারী-কর্পোরেট মহিলা-দাদী-নানী কেউই এর থেকে নিস্তার পায় নাই ।