বিশ্বজমিন
খাদ্যের উপর ইসরাইলি অবরোধের নিন্দা কানাডার প্রধানমন্ত্রীর
মানবজমিন ডেস্ক
(১০ ঘন্টা আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১০:১২ পূর্বাহ্ন

গাজায় খাদ্য সরবরাহের উপর ইসরাইলি অবরোধের কারণে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মজুদ খাবার শেষ হয়ে গেছে। এর কয়েক ঘণ্টা পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইসরাইলের প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)কে কাজ করার অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, খাদ্যকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা উচিত নয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কার্নি এক্সে লিখেছেন, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ঘোষণা করেছে যে ইসরাইলি সরকারের অবরোধের কারণে গাজায় তাদের খাদ্য মজুদ শেষ হয়ে গেছে- খাদ্যকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হামাসের অপরাধের পরিণতি ভোগ করতে হবে কেন তা নিয়ে তিনি প্রশ্ন রাখেন।
কার্নি বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচিকে অবশ্যই তার জীবন রক্ষাকারী কাজ পুনরায় শুরু করার অনুমতি দিতে হবে। আমরা আমাদের মিত্রদের সাথে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং সব জিম্মির অবিলম্বে ফিরিয়ে আনার জন্য কাজ চালিয়ে যাব। উল্লেখ্য, ডব্লিউএফপি শুক্রবার জানিয়েছে, তারা গাজার রান্নাঘরে তাদের অবশিষ্ট সরবরাহ পৌঁছে দিয়েছে। আগামী দিনে খাবারের অভাব দেখা দেবে বলে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
পাঠকের মতামত
Netaneahu is a criminal,inhuman and worst killer of Israel.His close friend is Modi of India.